লাইফস্টাইল

মুখের দাগ দূর করবে দারুচিনি

নানা কারণেই ত্বকে দাগ পড়তে পারে। তবে এর সবচেয়ে বড় কারণ হচ্ছে ব্রণ। আর এই ব্রণ একবার হলে দাগ রেখে যাবেই। সে দাগ এমনই নাছোড়বান্দা যে তা দূর করা মুশকিল হয়ে পড়ে। তখন শুরু হয়ে যায় নানারকম ট্রিটমেন্ট। কিন্তু হাতের কাছেই খুব সহজ একটি সমাধান রেখে আমরা জটিল সব বিষয় নিয়ে পড়ে থাকি! হ্যাঁ, বলছিলাম দারুচিনির কথা। অতি পরিচিত এই মশলাটিই আপনার মুখের দাগ দূর করে দেবে।

Advertisement

আরও পড়ুন: নখ যখন চিরুনি

দারুচিনির মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ব্রণকে শুষ্ক করে, ত্বকের রক্ত চলাচল বাড়ায়, ত্বকের বাইরের অংশকে অক্সিজেন প্রদান করে, পোর মিনিমাইস করে, অতিরিক্ত অয়েল রিমুভ করতে সাহায্য করে। ব্রণের জন্য এখন অতিরিক্ত খরচ না করে ঘরে বসেই তার ট্রিটমেন্ট সম্ভব। চলুন জেনে নেই উপায়-

প্রথমে ত্বক বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। ফেসওয়াশ ব্যবহার করতে পারেন। ত্বক পরিষ্কার থাকতে হবে। তবে ত্বকে কোনো স্ক্রাব ব্যবহার করবেন না, কেননা স্ক্রাব আমাদের ত্বকের পোরগুলো খুলে দেয় যার জন্য এই প্যাকটি পুরোপুরি কাজ করবে না। এই প্যাকটির জন্য একটি ডিম লাগবে। এরপর ২ টেবিল চামচ দারুচিনি মিক্স করতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে আধাঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। তারপর পুরো মুখে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার উষ্ণ গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। এই প্যাকটি ফ্রিজে রেখে ৩ দিন ব্যবহার করা যাবে।

Advertisement

আরও পড়ুন: বর্ষাকালে ত্বকের পরিচর্যা

এছাড়াও রয়েছে আরেকটি উপায়। এই প্যাকটির জন্য প্রথমে একটি বাটিতে ৩ টেবিল চামুচ মধু এবং ১ টেবিল চামচ দারুচিনি নিয়ে ভালো করে মেশাতে হবে। তারপর ত্বকে লাগিয়ে আধা ঘণ্টার মতো রেখে দিতে হবে। এরপর ধীরে ধীরে ম্যাসাজ করতে থাকুন। প্রায় ১০ মিনিট ম্যাসাজের পর হালকা গরম পানি দিয়ে ত্বক ভালো করে ধুয়ে ফেলুন। ত্বক ভালো করে ধোয়ার পর পরিষ্কার তোয়ালে দিয়ে মুখ শুকিয়ে নিন। এই প্যাকটি সপ্তাহে ২ দিন ব্যবহারই যথেষ্ট।

এইচএন/জেআইএম

Advertisement