অবৈধভাবে দেহ ব্যবসা করে এবার ১৭৭ বছরের কারাদণ্ড পেতে যাচ্ছেন তুরস্কের ২৯ জন নাগরিক। দেশটির আইনজীবীদের পক্ষ থেকে এমনটাই দাবি করা হয়েছে। সূত্র জানায়, রাজধানী আনকারার কাছে আদানা শহরে এ অভিযোগে ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের প্রত্যেকের বিরুদ্ধেই অবৈধভাবে মগুচক্র চালানোর অভিযোগ রয়েছে।৫৩ জন গ্রেফতার হলেও সার্বিক প্রমাণ মিলেছে ২৯ জনের বিরুদ্ধে। রোববার এদের গ্রেফতার করার পর সোমবার আদালতে তোলা হলে আনজীবীরা ১৭৭ দিনের হাজতবাসের সাজা দাবি করেন। খবর দ্য গার্ডিয়ানঘটনার সূত্রপাত কয়েকমাস আগে। পুলিশের কাছে গোপনে তথ্য আসে একদল লোক অবৈধভাবে মধুচক্র চালাচ্ছেন। এর পরেই সচেতন হয় পুলিশ। প্রাথমিকভাবে গ্রেফতার করা হয় তিনজনকে। আনকারার এক বিলাশবহুল পেন্ট হাউজ থেকে গ্রেফতার করা হয় তাদের।এরপর পুলিশি তদন্তে উঠে আসে, টানা একবছর ধরে আনকারা বিশ্ববিদ্যালয়ের এক ২৬ বছরের কিশোরী ও তার বয়ফ্রেন্ড সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে মধুচক্র চালাচ্ছেন। ব্যবসায়ী ও কলেজ পড়ুয়াদের মধ্যেই এই যৌন পেশা চালানো হতো। গ্রেফতাকৃতরা পুলিশের কাছে নিজেদের দোষ স্বীকার করেছেন।বিএ
Advertisement