দেশজুড়ে

মঠ ধসে পড়ে বার্থী-ভালুকশী সড়কে যান চলাচল বন্ধ

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী-ভালুকশী সড়কের ওপর ২’শ বছরের পুরানো মঠ ধসে পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সড়কের উভয় পাশে শতাধিক মাহিন্দ্র, ইজিবাইক, নসিমন, ভটভটি, ভ্যান-রিকশা আটকা পড়েছে। যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। সোমবার রাত ৮টার দিকে বার্থী এলাকার গোমস্তা বাড়ি সংলগ্ন বার্থী-ভালুকশী সড়কে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ২’শ বছরের পুরনো ৩০-৩৫ ফুট উচু মঠটির অবস্থা ছিল জরাজীর্ণ। ১৫-২০ বছর পূর্বে মঠের দক্ষিণ পাশের ভীত থেকে ইট-সুরকি খুলে নিয়ে যায় এলাকার কতিপয় অসাধু ব্যক্তি। এরপর থেকে মঠটি দুর্বল হয়ে পড়ে।পরে হঠাৎ করে সোমবার রাত ৮টার দিকে মঠটি ধসে পড়লে বার্থী-ভালুকশী সড়কে ব্যারিকেড সৃষ্টি হয়। এতে সড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। স্থানীয়রা ধসেপড়া মঠটি সড়ক থেকে অপসারণের চেষ্টা করছেন।গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) হুমায়ন কবির জানান, এ ব্যাপারে তারা কিছুই জানেন না। খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেবেন।সাইফ আমীন/বিএ

Advertisement