গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে ১ জয় ও ১ ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় অবস্থানে এখন স্পেন। সোমবার মরক্কোর বিপক্ষে কমপক্ষে ড্র করতে পারলেই শেষ ষোলর টিকিট নিশ্চিত হবে স্প্যানিশদের।
Advertisement
তবে স্পেন কোচ ফার্নান্দো হিয়েরো জয় দিয়েই গ্রুপ পর্ব শেষ করতে চান। নিজেদের স্বাভাবিক খেলাটা খেলেই মরক্কোর বিরুদ্ধে জয় ছিনিয়ে আনতে চান বিশ্বকাপের পূর্বে স্পেন দলের দায়িত্ব পাওয়া হিয়েরো।
ম্যাচকে সামনে রেখে সার্জিও বুস্কেটসকে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন স্প্যানিশ কোচ হিয়েরো। সেখানে মরক্কোর বিরুদ্ধে ম্যাচ নিয়ে নিজের পরিকল্পনা জানানোর সময় স্পেন কোচ বলেন, ‘মাঠে পেশী শক্তির খেলা? না, আমরা কখনও সে ধরনের খেলায় বিশ্বাসী নই। মরক্কো খুবই ভাল একটি দল আর পর্তুগালের বিরুদ্ধেও তারা দারুণ ফুটবল খেলেছে। বিপক্ষ দল হিসেবে তারা বেশ ভয়ংকর আর গতিময় দল। তবে আমাদের চোখ পূর্ণ তিন পয়েন্টের দিকে। ভাল খেলে আমরা গ্রুপের শীর্ষে থেকেই গ্রুপ পর্ব শেষ করতে চাই। যদি শীর্ষে থেকে আমরা পরের পর্বে যেতে পারি তবে এটা আমাদের জন্য খুবই ভাল কিছু হবে।’ এসএস/এসএএস/আরআইপি
Advertisement