২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন দেশ স্পেন ২০১৪ সালের বিশ্বকাপ ছিটকে গিয়েছিল প্রথম রাউন্ড থেকেই। ২০১০ সালের বিশ্বকাপে একইভাবে প্রথম রাউন্ড থেকে বাদ পড়েছিল ২০০৬ সালের চ্যাম্পিয়ন ইতালি। চলতি বিশ্বকাপেও নিজেদের প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে ৩ গোল করেও ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল স্পেনকে।
Advertisement
স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও বুসকেটসের মতে বিশ্বকাপ জিততে আসলে হোঁচট খেতেই হবে বড় দলগুলোকে। এগুলো খেলারই অংশ হিসেবে মেনে নিয়েছেন তিনি। প্রথম ম্যাচে পর্তুগালের সাথে ড্র করলেও, দ্বিতীয় ম্যাচে ইরানকে ১-০ গোলে হারিয়েছে স্পেন।
সোমবার গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে স্পেন। এই ম্যাচে খেলতে নামার আগে বুসকেটস বলেন, ‘আমরা জানি গ্রুপ পর্বের ম্যাচগুলো কেমন যাচ্ছে। আমাদের সামনে এখন লক্ষ্য একটাই। জয়। চলতি বিশ্বকাপে দলগুলোর মধ্যে কোন পার্থক্য দেখা যাচ্ছেনা। সবাই সমান। বিশ্বকাপের আসরে এমন হয়ই। বড় দলগুলোর হোঁচট খাওয়া ছাড়া সামনে এগুনোর পথ নেই।’
মরক্কোর বিপক্ষে ম্যাচ নিয়ে বলতে গিয়ে বুসকেটস জানান, ‘পয়েন্ট টেবিলে যেমন দেখাচ্ছে তার চেয়ে অনেক ভাল খেলেছে মরক্কো। সবকিছু খুব কঠিন ছিল। দেখাচ্ছে তাদের পয়েন্ট শূন্য কিন্তু তাদের দুটি ম্যাচই ছিল দুর্দান্ত।’
Advertisement
এসএএস/আরআইপি