নোয়াখালীতে দিন দিন বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় লাখ লাখ মানুষের জীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। পানিবন্দি মানুষগুলোর খাবার সঙ্কটসহ বিভিন্ন সমস্যা প্রকট আকার ধারণ করেছে। গত কয়েক সপ্তাহ ধরে টানা বর্ষণের পাশাপাশি বর্তমানে বাড়ি-ঘর ও রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে সবচেয়ে বেশি মানবিক কষ্টে দিন অতিবাহিত করছেন দরিদ্র ও দিনমজুর শ্রেণির লোকজন। এদিকে বেগমগঞ্জ, সোনাইমুড়ী ও সেনবাগ উপজেলার বন্যার পরিস্থিতি দিনদিন অবনতি হওয়ায় অনেকে বাড়িঘর ছেড়ে পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। সোমবার বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর সরকারি প্রাথমকি ও মধ্য জয়কৃষ্ণপুর সরকারি প্রাথমকি বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র দুটিতে গিয়ে দেখা গেছে, শতাধিক লোকজনের বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ায় এখানে আশ্রয় নিয়েছেন তারা। বিদ্যালয়ের বিভিন্ন কক্ষে শিশু-বৃদ্ধসহ সকলে গাদাগাদি করে অবস্থান করছেন। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য দ্বীন মোহাম্মদ ভুইয়ার উদ্যোগে একলাশপুরের বিভিন্ন স্থানে শুকনো খাবার, খাবার স্যালাইন ও ওষুধ দেয়া হয়েছে। এছাড়া সেনবাগ পৌরসভার মেয়র আবু জাফর টিপুর উদ্যোগে ও ৯টি ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ টাকা ও শুকনো খাবার বিতরণ করা হয়। মিজানুর রহমান/এমজেড/এমআরআই
Advertisement