রাজনীতি

ছাত্রলীগের হামলায় ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসানের এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, এই অবৈধ সরকারের পৃষ্ঠপোষকতায় ছাত্রলীগ আজ সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। তাদের দমন-পীড়ন আর অত্যাচারে দেশবাসী অতিষ্ঠ। তারা দেশের সব ক`টি শিক্ষা প্রতিষ্ঠানকে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জিম্মি করে ফেলেছে। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরোধী ছাত্রসংগঠনের পা ফেলার সুযোগ নেই। নেতৃদ্বয় আশা করেন, ছাত্রলীগ তাদের সন্ত্রাসী কার্যক্রম পরিহার করে সুপথে ফিরে আসবে। না হলে দেশের ছাত্র-জনতা যখন তাদের বিরুদ্ধে সমন্বিত প্রতিরোধ গড়ে তুলবে তখন তাদের পালানোর পথটুকুও থাকবে না।এদিকে অন্য এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। বিবৃতিতে তারা বলেন, অবিলম্বে দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান নিশ্চিত করতে হবে। এছাড়া ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলার ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেন তারা।উল্লেখ্য, সোমবার দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শুনানিকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ হলের সামনে ছাত্রদল নেতাকর্মীরা জড়ো হলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে। # ঢাবিতে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলা : গাড়ি ভাঙচুরএমএইচ/আরএস/এমআরআই

Advertisement