ভারতের দক্ষিণাঞ্চলের কর্ণাটক প্রদেশে যাত্রীবাহী বাসে হাতির আক্রমণ হয়েছে। রোববার সকালের দিকে কর্ণাটকের চামারাজনগর থেকে যাত্রী নিয়ে বান্দিপুর বনের ভেতর দিয়ে বাসটি যাওয়ার সময় হামলা চালায় একটি হাতি। এসময় যাত্রীদের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
Advertisement
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, চালক বনের পথ ধরে এগিয়ে যাওয়ার সময় এক পাল হাতি বাসের কাছাকাছি চলে আসে। এ সময় পালছুট একটি হাতি বাসের দিকে তেড়ে আসতে থাকে; চালক বাসটিকে অন্তত ৫০০ মিটার পেছনে নিতে বাধ্য হোন।
বাসের এক যাত্রী হাতির হামলা চালানোর দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন। এই ভিডিওতে দেখা যায়, হাতিটি বাসের দিকে তেড়ে আসছে। পরে শুঁড় দিয়ে বাসের সামনের গ্লাসে আঘাত করে। তবে এতে বাসের কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি। কিছুক্ষণ পরে হাতিটি বনে ফিরে যায়।
তবে পুরো ঘটনায় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে; অনেককেই চিৎকার করতে শোনা যায়। বন্য পশু যাতে অবাধে চলাচল করতে পারে সেজন্য প্রত্যেকদিন সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত বান্দিপুর বনাঞ্চলে সব ধরনের যানবাহন ও মানুষের চলাচল বন্ধ করে দেয়া হয়।
Advertisement
এসআইএস/আরআইপি