জাতীয়

কোমেনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও চিকিৎসাসেবা প্রদান নৌবাহিনীর

ঘূর্ণিঝড় কোমেনের আঘাতে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার নৌবাহিনী জাহাজে করে সেন্টমার্টিন্স দ্বীপে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, বিস্কুটসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়।ঘূর্ণিঝড় পরবর্তী স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে সেন্টমার্টিন্সে অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।গত ৩০ জুলাই ঘূর্ণিঝড় কোমেনের আঘাতে সেন্টমার্টিন্স, হাতিয়া, সন্দীপসহ উপকূলীয় এলাকায় শতাধিক ঘরবাড়িসহ বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগ পরবর্তী ত্রাণ সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী আর্ত-মানবতার সেবায় এ সহযোগিতা প্রদান করে চলেছে।একে/এমআরআই

Advertisement