প্রথম দুই ম্যাচেই হার। এবারের বিশ্বকাপে গ্রুপপর্ব থেকে সবার আগে বিদায় নিশ্চিত হয়ে গেছে মরক্কোর। আনুষ্ঠানিকতার শেষ ম্যাচটি আবার তাদের শক্তিশালী স্পেনের বিপক্ষে। তবে প্রতিপক্ষ শক্তিমত্তায় অনেক এগিয়ে থাকলেও খালি হাতে ফিরতে চান না মরক্কো কোচ হার্ভ রেনার্ড। স্পেনকে হারিয়েই বিশ্বকাপ যাত্রা শেষ করতে চান তিনি।
Advertisement
সোমবার স্পেনের বিপক্ষে খেলতে নামবে মরক্কো। দুই ম্যাচে এক ড্র আর এক জয় নিয়ে বিপদে আছে লা রোজারাও। ২০১০ সালের চ্যাম্পিয়নদের সেই চাপকে কাজে লাগিয়ে জয় তুলে নিতে চায় মরক্কো।
হার্ভ রেনার্ড নিজেদের শেষ ম্যাচের আগে স্পেনকে সতর্ক করে দিয়ে বলেছেন, 'আমরা স্পেনের বিপক্ষে শেষ করতে যাচ্ছি। আমরা দুর্দান্তভাবেই শেষ করতে চাইব। তৃতীয় ম্যাচের আগেই আমরা বাদ পড়ে গেছি, এটা কোনো বিষয় নয়। আমাদের বাস্তবতা মানতে হবে এবং তৃতীয় ম্যাচের দিকে মনোযোগ দিতে হবে। সম্মান বাঁচাতে আমাদের যেটুকু বাকি আছে, সেটুকুতে সর্বস্ব দিয়েই চেষ্টা করতে হবে।'
হারলেও মাঠে মরক্কোর লড়াকু মানসিকতা দেখা গেছে গত দুই ম্যাচেই। পর্তুগাল আর ইরানের সঙ্গে দুই ম্যাচেই ১-০ গোলে হেরে যায় আফ্রিকার দেশটি। তবুও শেষ ম্যাচে লড়াই চালিয়ে যেতে চান কোচ রেনার্ড। তিনি বলেন, 'লড়াই করার জন্য আমাদের নিজেদের বিলিয়ে দিতে হবে। আশা করছি, আমাদের ক্ষতে প্রলেপ দিতে পারব। আমি আমার খেলোয়াড়দেরও এমনটাই বলেছি।'
Advertisement
এমএমআর/আরআইপি