আন্তর্জাতিক

রিয়াদে আবারও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা

সৌদি আরবের তরফ থেকে জানানো হয়েছে, তারা রাজধানী রিয়াদের ওপর আরও দু'টি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। প্রতিবেশী ইয়েমেনের বিদ্রোহী অধ্যুষিত এলাকা থেকে ওই ক্ষেপণাস্ত্র দু'টি নিক্ষেপ করা হয়।

Advertisement

ইয়েমেনের বিদ্রোহী অধ্যুষিত এলাকা থেকে গত কয়েক মাসে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন, রোববার রিয়াদে কমপক্ষে ছয়বার ভয়াবহ বিস্ফোরণ শোনা গেছে এবং আকাশে উজ্জ্বল আলো দেখা গেছে।

সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল মালকি এক বিবৃতিতে জানিয়েছেন, সৌদির রাজকীয় বিমান প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে এবং ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করা হয়েছে। বেশ কিছু ধ্বংসাবশেষ বেসামরিক এলাকায় পড়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

হুথি নিয়ন্ত্রিত গণমাধ্যম জানিয়েছে, সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং আরও বেশ কিছু লক্ষ্যে বুরকান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর আগেও রিয়াদের বেশ কিছু স্থান লক্ষ্য করে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

Advertisement

টিটিএন/জেআইএম