জোকস

আজকের কৌতুক : কাজ বুঝে কলার দাম

কৌতুক- এক : কাজ বুঝে কলার দামচায়ের দোকানে বিক্রির জন্য কলা ঝুলিয়ে রাখা হয়েছে। পাশের বিদ্যুৎ অফিসের এক প্রকৌশলী চা খাওয়ার সময় জিজ্ঞেস করলেন-প্রকৌশলী : তোমার কলার দাম কত?দোকানদার : কী কাজে কলা ব্যবহার করবেন?প্রকৌশলী : তা জেনে তোমার কী লাভ?দোকানদার : তার ওপর নির্ভর করছে কলার দাম। প্রকৌশলী : মানে?দোকানদার : কোনো মিলাদ বা ধর্মীয় কাজে নিলে ২ টাকা, রোগীর জন্য নিলে ৩ টাকা আর নিজে খাওয়ার জন্য নিলে ৫ টাকা পিস।প্রকৌশলী : একই কলার দাম আলাদা আলাদা হয় নাকি? দোকানদার : একই বিদ্যুৎ বাসায় গেলে একদর, দোকানে গেলে আরেক দর, কারখানায় গেলে আরো বেশি; তয় আমার কলা কী দোষ করল?

Advertisement

আরও পড়ুন- আজকের কৌতুক : রেল লাইনে আত্মহত্যা

****

কৌতুক- দুই : বিয়ের আগে ও পরেবিয়ের আগে ডেটিং করার সময় প্রেমিকের তুচ্ছ কথায়ও প্রেমিকা হেসে বলে- ‘তুমি অ্যাত্তো মজার কথা বলো কীভাবে? ইউ আর সো জিনিয়াস।’

Advertisement

বিয়ের পর সেই মেয়েই স্বামীর ভালো কথায়ও ক্ষেপে গিয়ে বলে- ‘দুনিয়াটারে কী চিড়িয়াখানা পাইছো! তুমি নিজেরে জোকার মনে কর? সিরিয়াস কবে হইবা আর।’

আরও পড়ুন- আজকের কৌতুক : কাজের বুয়াকে বিয়ে!

****

কৌতুক- তিন : মুখ এমনিতেই বন্ধ রাখতে পারিঅনেকদিন পর পিন্টুর বাবা-মা খোশমেজাজে গল্প করছে। একপর্যায়ে দেখা গেল একটানা কথা বলে চলছেন পিন্টুর মা। পিন্টুর বাবা নিজ হাতে পান এগিয়ে দিলো স্ত্রীর দিকে। পিন্টুর মা : শুধু আমার জন্যই পান বানালে, ওগো! নিজের জন্যও একটা বানাও!পিন্টুর বাবা : আমি মুখ এমনিতেই বন্ধ রাখতে পারি।

Advertisement

এসইউ/জেআইএম