খেলাধুলা

২৫ পাসে ইংল্যান্ডের এক গোল

এবারের রাশিয়া বিশ্বকাপ যেন সবকিছু ছাড়িয়ে যাওয়ার মিশনে নেমেছে। গোলের দিক দিয়েও ব্যতিক্রম হবে না বৈকি! এবারের বিশ্বকাপে অসাধারণ সব গোল দেখেছে সবাই। দুর্দান্ত সব ফ্রি কিক, দূরপাল্লার বুলেট গতির শট, দারুণ হেডের গোল দেখা গোল পিপাসুরা তৃষ্ণা মিটিয়েছেন সেগুলো দেখে; কিন্তু একটি গোল যেন সবকিছুকে ছাপিয়ে গেছে। পানামার বিপক্ষে হ্যারি কেইনের ষষ্ঠ গোলটি যে এসেছে ২৫টি পাস থেকে!

Advertisement

বিশ্বকাপে পানামার বিপক্ষে ইংল্যান্ডের ষষ্ঠ এবং দুর্দান্ত গোলটি করেন অধিনায়ক হ্যারি কেইন। ফুটবল বিশেষজ্ঞদের মতে, হ্যারি কেইনের সেই গোলটি এসেছে ২৫টি পাস থেকে।

১৯৬৬ সালে ফুটবল সংখ্যাতত্ত্ববিদদের মতে, হ্যারি কেইনের গোলটিই বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি পাসের গোল। ২০০৬ সালের বিশ্বকাপে সার্বিয়া এন্ড মন্টেনেগ্রোর বিপক্ষে আর্জেন্টিনার ক্যাম্বিয়াসো ২৪ পাসে গোল করেছিলেন। এতদিন পর্যন্ত সেটিই ছিল বিশ্বকাপের সবচেয়ে বেশি পাসের গোল। রাশিয়া বিশ্বকাপে সেই রেকর্ডটি নিজেদের করে নিল ইংল্যান্ড।

আরআর/আইএইচএস

Advertisement