টানা ১৫ দিন লাগাতার আন্দোলনের পরে সোমবার থেকে আমরণ অনশনে যাচ্ছেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে বসা আন্দোলনকারীরা।
Advertisement
নন-এমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার জাগো নিউজকে বলেন, আমরা টানা ১৫ দিন রাজপথে আন্দোলন চালিয়ে গেলেও এখনও আমাদের ন্যায্য দাবি আদায়ে সুনির্দিষ্ট কোনো আশ্বাস দেয়া হয়নি।
শনিবার আমরা প্রতীকী অনশন পালন করেছি। রোববার অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সোমবার থেকে আমাদের আমরণ অনশন পালিত হবে।
তিনি বলেন, রাজপথে আকাশের নিচে রোদের মধ্যে ধুলা-বালি, গাড়ির ধোয়া আর অপরিচ্ছন্ন পরিবেশে টানা ১৫ দিন আন্দোলন করে ১২ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে ৫ জন সুস্থ হয়ে ফিরলেও বাকি ৭ জন এখনও চিকিৎসারত রয়েছেন।
Advertisement
এর ভেতর কাল থেকে আমাদের আমরণ অনশন পালিত হবে। যদি কোনো অঘটন ঘটে তবে তার দায়ভার সরকারকে নিতে হবে।
আন্দোলনকারী শিক্ষকরা বলেন, বেসরকারি শিক্ষকদের যোগদানের বয়সসীমা ৩৫ বছর করা হয়েছে। আমরা ১৮ থেকে ২০ বছর ধরে শিক্ষকতা করছি। এখন যদি ৩৫ বছর নির্ণয় করা হয় তবে আমাদের কি পরিণতি হবে? আমরা কোনো নীতিমালা বা কমিটি মানি না। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি করা না হলে প্রাণ গেলেও তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।
এমএইচএম/এমআরএম/পিআর
Advertisement