নিজেদের দ্বিতীয় ম্যাচে কোস্টারিকাকে শেষ মুহূর্তে ২ গোলে হারিয়ে নিজেদের বিশ্বকাপ আশা বাঁচিয়ে রেখেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। পুরো ম্যাচ ভালো খেলেও গোলের জন্য ব্রাজিলের অপেক্ষা করতে হয়েছে ৯১ মিনিট পর্যন্ত। শেষ পর্যন্ত কৌতিনহো ও নেইমারের গোলে জয় নিশ্চিত করে সেলেসাওরা।
Advertisement
কিন্তু সেদিন মাঠে জিতলেও বিতর্কের জন্ম দিয়েছেন নেইমার। অধিনায়ক থিয়াগো সিলভাকে নাকি মাঠেই অপমান করেছেন এ ব্রাজিল তারকা। ম্যাচের শেষ দিকে সময়ক্ষেপণ না করার জন্য রেফারির নির্দেশেই কোস্টারিকার খেলোয়াড়দের বল দিয়ে দেন সিলভা। তখনই নেইমার অপমানসূচক কথা বলেন সিলভাকে।
সিলভা বলেন, ‘আমার কাছে সে (নেইমার) একজন ছোট ভাইয়ের মতো এবং সবসময় আমি তার খেয়াল রাখার চেষ্টা করি। কিন্তু আজকে আমি কষ্ট অনুভব করছি কারণ আমি যখন কোস্টারিকার কাছে বল ফেরত দিই, তখন সে আমাকে অপমান করেছে। আমি তার এমন আচরণে খুবই কষ্ট পেয়েছি এবং এটা আমি তাকে পরে বলেছি।’
ম্যাচের পর নেইমারের কান্না নিয়ে সিলভাকে জিজ্ঞেস করা হলে সিলভা বলেন, ‘ এটা স্বাভাবিক যে নেইমার কান্না করেছে। সে অনেক চাপ বহন করেছে। পরের ম্যাচের জন্য সে এখন অনেক স্বস্তিতে থাকবে।’
Advertisement
ডিকেটি/এমএমআর/পিআর