খেলাধুলা

লংকান পেস দাপটের পর ডাওরিচ-হোল্ডারের লড়াই

ঘরের মাঠে প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট আয়োজন করে সুবিধায় নেই ওয়েস্ট ইন্ডিজ। ব্রিজটাউনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে ম্যাচের দখল নিজেদের হাতে রেখেছে সফরকারী শ্রীলংকা।

Advertisement

বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে লংকান পেসারদের তোপের মুখে লড়েছেন কেবল উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার এবং মিডলঅর্ডার ব্যাটসম্যান শেন ডাওরিচ। বৃষ্টির কারণে প্রথমদিনে খেলা হয়েছে ৪৬.৩ ওভারে। এই সময়ে ৫ উইকেট হারিয়ে ১৩২ রান করতে পেরেছে ক্যারিবীয়রা।

টসে জিতে ব্যাট করতে নেমে কাসুন রাজিথা ও সুরাঙ্গা লাকমলের পেস তোপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ২৪ রানে ৪ ও ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে বসে তারা। তবে সেখান থেকে ষষ্ঠ উইকেটে প্রতিরোধ গড়েছেন ডাওরিচ ও হোল্ডার। দিনশেষে ৭৯ রান যোগ করে অবিচ্ছিন্ন রয়েছে তারা।

ক্যারিয়ারের সপ্তম ফিফটিতে ৬০ রানে অপরাজিত ডাওরিচ, ৩৩ রান নিয়ে ব্যাট করতে নামবেন হোল্ডার। লাকমল ও রাজিথা নিয়েছেন ২টি করে উইকেট। অন্য উইকেট নিয়েছেন লাহিরু কুমারা।

Advertisement

এসএএস/পিআর