প্রতিবন্ধী এক ভারতীয় তরুণী ৯ বছর বয়সে সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে পাড়ি জমিয়েছেন। এরপর কেটে গেছে ১৩ বছর। এখনো দেশে ফিরতে পারেননি তিনি। রোববার গণমাধ্যমে এ খবর প্রকাশ হওয়ার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ওই প্রতিবন্ধী ভারতীয় তরুণীকে দেশে ফিরিয়ে আনতে যেন বজরঙ্গি ভাইজানের ভূমিকায় আবির্ভূত হলেন। সিনেমার পর্দায় সালমান খান হয়েছেন বজরঙ্গি ভাইজান। তবে বাস্তবে সুষমা স্বরাজ এবার এই ভূমিকা নিলেন। সুষমা স্বরাজ এক টুইট বার্তায় বলেছেন, পাকিস্তানে থাকা ভারতীয় দূতাবাস কর্মকর্তা টিসিএ রাঘবনকে তিনি এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে বলেছেন। করাচিতে গিয়ে যাতে তিনি ওই যুবতীর সঙ্গে দেখা করে আসেন সেই নির্দেশও দিয়েছেন সুষমা স্বরাজ। গত ১৩ বছর ধরে গীতা নামের ওই তরুণী পাকিস্তানে রয়েছেন। এখন তাঁর বয়স ২৩ বছর। পাকিস্তানের একটি স্বেচ্ছ্বাসেবী সংস্থার তত্ত্বাবধানে রয়েছেন তিনি। প্রথমে ওই তরুণীকে পাওয়ার পরে লাহোরে নিয়ে যাওয়া হয়। তারপর থেকেই করাচিতে রয়েছে সেই মেয়েটি।কথা বলতে না পারার জন্য গীতাকে ভারতে ফেরানোর সব চেষ্টা ব্যর্থ হয় বলে জানা গেছে। কথা বলতে বা শুনতে ব্যর্থ হলেও ভারতের মানচিত্র দেখে কান্নায় ভেঙে পড়েছিল গীতা। প্রথমে ঝাড়খণ্ড রাজ্যের দিকে ইশারা করলেও পরে তেলেঙ্গানা রাজ্যকে দেখিয়ে দেন তিনি। ঘটনা জানার পরই দ্রুত তৎপরতা দেখান সুষমা স্বরাজ। তবে তিনি বাস্তবের বজরঙ্গি ভাইজান হয়ে উঠতে পারবেন কিনা তা সময়ই বলবে।এসআইএস/আরআইপি
Advertisement