রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের সদর উপজেলার দক্ষিণ মাটিপাড়া মসজিদের সামনে সড়কের পাশ ধসে গেছে। এতে চরম ঝুঁকি নিয়ে দু`দিন ধরে যানবাহন চলাচল করলেও কর্তৃপক্ষ রয়েছে নিরব।এলাকাবাসী জানান, রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের সদর উপজেলার বাণীবহ ইউনিয়নের দক্ষিণ মাটিপাড়া মসজিদের সামনে সড়কের এক পাশ গত শনিবার রাতে ধসে পড়ে যায়। ধসের কারণে সড়কটি সরু হয়ে পড়েছে। এতে ঝুঁকি নিয়েই চলছে যানবাহন। তবে গত দু`দিন অতিবাহিত হলেও রাজবাড়ী সড়ক ও জনপদ বিভাগ কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।চলাচলরত যানবাহন চালকরা জানিয়েছেন, দক্ষিণ মাটিপাড়া মসজিদের সামনের প্রধান সড়কের পাশে ২০-২৫ হাত ধসে খালে পড়েছে। ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এছাড়াও রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের বিভিন্ন স্থানে সড়কের পাশ ধসে পড়েছে। সড়ক ও জনপদ কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। রুবেলুর রহমান/এমজেড/আরআইপি
Advertisement