জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটি জাপানি ভাষায় অনুদিত ও প্রকাশিত হয়েছে। গ্রন্থটি জাপানি ভাষায় অনুবাদ করেছেন জাপানের নাগরিক কাজুহিরো ওয়াতানাবে। রোববার বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার এবং সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার সংসদ ভবনস্থ কার্যালয়ে সাক্ষাত করেন তিনি।সাক্ষাতকালে কাজুহিরো ওয়াতানাবে জাপানি ভাষায় অনুদিত ও প্রকাশিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের একটি কপি স্পিকারের কাছে হস্তান্তর করেন। এসময় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন। এইচএস/এসএইচএস/এমআরআই
Advertisement