জাতীয়

বহিরাগতদের গাজীপুর ছাড়ার নির্দেশ

বহিরাগতদের গাজীপুর সিটি করপোরেশন এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)। যারা এই সিটির বাসিন্দা বা ভোটার নন, তাদের শনিবার রাত ১২টার আগে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশনা দেয়া হয়। এছাড়া নির্বাচন উপলক্ষে রোববার রাত ১২টা থেকে সব ধরনের নির্বাচনী প্রচার বন্ধ থাকবে। এ সিটি নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা রকিবউদ্দিন মন্ডল এ তথ্য জানান।

Advertisement

নির্বাচন কর্মকর্তারা জানান, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৭ জন মেয়র, ২৫৬ জন সাধারণ কাউন্সিলর ও ৮৪ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী রয়েছেন। মেয়র প্রার্থীদের মধ্যে রয়েছে, আওয়ামী লীগ মনোনীত মো. জাহাঙ্গীর আলম (নৌকা), বিএনপি মনোনীত হাসান উদ্দিন সরকার (ধানের শীষ), ইসলামী ঐক্য জোটের ফজলুর রহমান (মিনার), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নাসির উদ্দিন (হাতপাখা), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. জালাল উদ্দিন (মোমবাতি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাজী মো. রুহুল আমিন (কাস্তে) ও স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমদ (টেবিল ঘড়ি) প্রতীক নিয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রসঙ্গত, গাজীপুর সিটি করপোরেশনে মঙ্গলবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এইচএস/ওআর

Advertisement