জাতীয়

ফল উৎপাদনে প্রকল্প নিচ্ছে সরকার

দেশের তিনটি পাহাড়ী জেলাসহ উপকূলীয় অনাবাদী ও বসতবাড়িতে বছরব্যাপী ফল উৎপাদনের লক্ষ্যে প্রায় ২০০ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার।মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্পটি অনুমোদন হবে বলে পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে।কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করবে কৃষি সম্প্রসারণ অধিদফতর (ডিএই)। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন’ যার ব্যয় ধরা হযেছে ১৯৫ কোটি ৬২ হাজার টাকা। যা সম্পূর্ণ সরকারের নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন হবে। পাঁচ বছর মেয়াদি প্রকল্পটি ২০১৫ থেকে শুরু হয়ে চলবে ২০২০ সাল পর্যন্ত।দেশের সাতটি বিভাগের ৪৫টি জেলার ৩৬২টি উপজেলাকে (যেখানে ফল উৎপাদনের জন্য অধিক উপযোগী) সমতল ও পাহাড়ী এলাকাকে প্রকল্পের এলাকা হিসেবে নির্বাচন করা হয়েছে। নৃতাত্ত্বিক জনগোষ্ঠী এবং ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ তাদের আর্থসামাজিক অবস্থা উন্নয়নের লক্ষ্যে অন্যান্য এলাকার সঙ্গে পাহারী অঞ্চল অন্তর্ভুক্ত করা হয়েছে।এ প্রকল্পের আওতায় দেশের তিনটি পাহাড়ী জেলাসহ উপকূলীয় অনাবাদী জমি ও বসতবাড়িতে রফতানি যোগ্য ফসলের উৎপাদন বাড়ানো। একই সঙ্গে উৎপাদিত ফলের সংগ্রহোত্তর ব্যবস্থাপনা আধুনিকায়নে ফল প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ সেবা সম্প্রসারণ করাসহ এসব বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।    এছাড়াও এ প্রকল্পের আওতায় নারীদের ক্ষমতায়ন, আয় বৃদ্ধি এবং উদ্যান বিষয়ে কাজের সুযোগ সৃষ্টির মাধ্যমে দারিদ্র বিমোচন করা।উল্লেখ্য, দেশে প্রায় ৭০ রকমের ফল জন্মে। দেশীয় ফল স্বাদে, রসে, গন্ধে ও পুষ্টিতে অতুলনীয়। পুষ্টিবিদদের মতে, মানবদেহে পুষ্টির চাহিদা পূরণে দৈনিক মাথাপিছু ২০০ গ্রাম ফল খাওয়া উচিত। কিন্তু বাস্তবে আমাদের খাওয়া হচ্ছে মাত্র ৭৮ গ্রাম যা চাহিদার তুলনায় ৩৯ শতাংশ।   এসআই/একে/এমআরআই

Advertisement