ধর্ম

নেক উদ্দেশ্য হাসিলে শয়তানের কুমন্ত্রণামুক্ত থাকার আমল

শয়তান মানুষের প্রকাশ্য দুশমান। এটা আল্লাহ তাআলার ঘোষণা। অনেক সময় মানুষ শয়তানের কুমন্ত্রণায় নেক উদ্দেশ্য হাসিলে ব্যর্থ হয়। তাই শয়তানের কুমন্ত্রণামুক্ত থেকে নেক উদ্দেশ্য হাসিলে আমল করা জরুরি।

Advertisement

আল-মুক্বসিতু (اَلْمُقْسِطُ) আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহের একটি। মুমিন বান্দা নিয়মিত এ গুণবাচক নামের আমল করলে শয়তানের যাবতীয় কুমন্ত্রণা থেকে মুক্ত থাকবে। পূরণ হবে মনের নেক উদ্দেশ্য।

প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম আছে। যে ব্যক্তি এ গুণবাচক নামগুলোর জিকির (আমল) করবে; সে জান্নাতে যাবে।’

আল্লাহর গুণবাচক নাম (اَلْمُقْسِطُ) ‘আল-মুক্বসিতু’-এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো-উচ্চারণ : ‘আল-মুক্বসিতু’অর্থ : ‘ন্যায়বিচারক’

Advertisement

আরও পড়ুন > হারিয়ে যাওয়া ব্যক্তিকে দ্রুত ফিরে পাওয়ার আমল (اَلْجَامِع)

ফজিলত ও আমল- যে ব্যক্তি প্রতিদিন ১০০ বার মহান আল্লাহ তাআলার এ গুণবাচক নাম (اَلْمُقْسِطُ) ‘আল-মুক্বসিতু’ পাঠ করবে, সে শয়তানের কুমন্ত্রণা ও অমঙ্গল থেকে মুক্ত থাকবে।

- আর যে ব্যক্তি প্রতিদিন ৭০০ বার মহান আল্লাহ তাআলার এ গুণবাচক নাম (اَلْمُقْسِطُ) ‘আল-মুক্বসিতু’ পাঠ করবে, সে ব্যক্তির নেক উদ্দেশ্য পূরণ হবে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাঁর এ সুন্দর ও ছোট্ট গুণবাচক নাম (اَلْمُقْسِطُ) ‘আল-মুক্বসিতু’-এর আমল করার মাধ্যমে শয়তানের যাবতীয় কুমন্ত্রণা ও অমঙ্গল থেকে মুক্ত থাকার পাশাপাশি মনের নেক উদ্দেশ্য হাসিল করার তাওফিক দান করুন। আমিন।

Advertisement

এমএমএস/জেআইএম