শয়তান মানুষের প্রকাশ্য দুশমান। এটা আল্লাহ তাআলার ঘোষণা। অনেক সময় মানুষ শয়তানের কুমন্ত্রণায় নেক উদ্দেশ্য হাসিলে ব্যর্থ হয়। তাই শয়তানের কুমন্ত্রণামুক্ত থেকে নেক উদ্দেশ্য হাসিলে আমল করা জরুরি।
Advertisement
আল-মুক্বসিতু (اَلْمُقْسِطُ) আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহের একটি। মুমিন বান্দা নিয়মিত এ গুণবাচক নামের আমল করলে শয়তানের যাবতীয় কুমন্ত্রণা থেকে মুক্ত থাকবে। পূরণ হবে মনের নেক উদ্দেশ্য।
প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম আছে। যে ব্যক্তি এ গুণবাচক নামগুলোর জিকির (আমল) করবে; সে জান্নাতে যাবে।’
আল্লাহর গুণবাচক নাম (اَلْمُقْسِطُ) ‘আল-মুক্বসিতু’-এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো-উচ্চারণ : ‘আল-মুক্বসিতু’অর্থ : ‘ন্যায়বিচারক’
Advertisement
আরও পড়ুন > হারিয়ে যাওয়া ব্যক্তিকে দ্রুত ফিরে পাওয়ার আমল (اَلْجَامِع)
ফজিলত ও আমল- যে ব্যক্তি প্রতিদিন ১০০ বার মহান আল্লাহ তাআলার এ গুণবাচক নাম (اَلْمُقْسِطُ) ‘আল-মুক্বসিতু’ পাঠ করবে, সে শয়তানের কুমন্ত্রণা ও অমঙ্গল থেকে মুক্ত থাকবে।
- আর যে ব্যক্তি প্রতিদিন ৭০০ বার মহান আল্লাহ তাআলার এ গুণবাচক নাম (اَلْمُقْسِطُ) ‘আল-মুক্বসিতু’ পাঠ করবে, সে ব্যক্তির নেক উদ্দেশ্য পূরণ হবে।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাঁর এ সুন্দর ও ছোট্ট গুণবাচক নাম (اَلْمُقْسِطُ) ‘আল-মুক্বসিতু’-এর আমল করার মাধ্যমে শয়তানের যাবতীয় কুমন্ত্রণা ও অমঙ্গল থেকে মুক্ত থাকার পাশাপাশি মনের নেক উদ্দেশ্য হাসিল করার তাওফিক দান করুন। আমিন।
Advertisement
এমএমএস/জেআইএম