স্থল সীমান্ত চুক্তি সম্পন্ন হওয়ার পর বাংলাদেশের সাথে তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে কাজ শুরু করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছিটমহল বিনিময়ের পর তিস্তা নিয়ে বিস্তারিত আলোচনার জন্য দিল্লিতে আগামী ১১-১২ আগস্ট মোদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে বৈঠক করবেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।কেন্দ্র ও রাজ্য একটি আর্থিক সহায়তা প্যাকেজ প্রণয়নের জন্য মমতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে স্থল সীমান্ত চুক্তি ও তিস্তা চুক্তির প্রভাব ওই প্যাকেজের অন্তর্ভূক্ত।এর মধ্যে অবকাঠামো, সেচ সহায়তা, ভূগর্ভস্থ পানিতে আর্সেনিক সমস্যার সমাধান এবং বাস্তুচ্যুত ও নতুন নাগরিকদের পুনর্বাসন অন্তর্ভূক্ত থাকবে। পশ্চিমবঙ্গের কুচবিহার রাজ্যে বাংলাদেশের ৫১টি ছিটমহল এখন ভারতের ভূখণ্ডে পরিণত হয়েছে। মোদির ‘অ্যাক্ট ইস্ট’ নীতিতে পশ্চিমবঙ্গকে গুরুত্ব দেয়া হয়েছে। ওই নীতি বাস্তবায়নে মমতার ভূমিকা গুরুত্বপূর্ণ।টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, স্থল সীমান্ত চুক্তির কার্যকারিতা ভারতের জন্য একটি সাফল্য। দুই দেশ একটি লক্ষ্য নিয়ে কাজ করছে। ভারত বাংলাদেশকে ১১১টি ছিটমহলের ১৭ হাজার ১৬০ একর জমি ছেড়ে দিয়েছে এবং ভারত বাংলাদেশের কাছ থেকে ৫১টি ছিটমহলের ৭ হাজার ১১০ একর জমি পেয়েছে।এসআইএস/আরআইপি
Advertisement