দেশজুড়ে

তালার প্রাথমিক বিদ্যালয়গুলোর পরীক্ষা স্থগিত

বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় সাতক্ষীরার তালা উপজেলায় সব প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষা স্থগিত করা হয়েছে।  এর মধ্যে সাময়িক বন্ধ রাখা হয়েছে ৪০টি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া ১০টি মাধ্যমিক ও মাদ্রাসার পাঠদান বন্ধ রাখা হয়েছে।  আর ৫০টি বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা পানির মধ্যে ক্লাস করছে।  সবমিলিয়ে উপজেলায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান ক্ষতিগ্রস্থ হচ্ছে।সোমবার প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষা হওয়ার কথা ছিল।  কিন্তু বন্যার কারণে তা স্থগিত করা হয়েছে।তালা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রণব কুমার মল্লিক বিষয়টি নিশ্চিত করে বলেন, বন্যার কারণে পরীক্ষা সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  তবে পানি একটু কমলে আবার শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে।এমএএস/এমআরআই

Advertisement