খেলাধুলা

‘ম্যাচ জিততে ব্রাজিলের রেফারির সহায়তা লাগে না’

ব্রাজিলের কোচ তিতে বলেছেন, ম্যাচ জিততে তাদের রেফারির সহায়তার প্রয়োজন হয় না। শুক্রবার কোস্টারিকাকে হারানোর পর সংবাদ সম্মেলনে তাদের পাওয়া পেনাল্টি বাতিল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন ৫৭ বছর বয়সী এ কোচ।

Advertisement

৭৮ মিনিটে নেইমার বল নিয়ে বক্সে প্রবেশ করলে তাকে ফাউল করেন কোস্টারিকার ডিফেন্ডার গনজালেজ। নেদারল্যান্ডসের রেফারি বোজর্ন কুইপার্স পেনাল্টির বাঁশি বাজান। কোস্টারিকার খেলোয়াড়দের আপত্তির পর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) সিদ্ধান্ত দেন পেনাল্টি হয়নি। সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ বলেন, ‘আমি রেফারি হলে সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াতাম না। কিন্তু আমি রেফারি সিদ্ধান্তকে সম্মান করি। ম্যাচ জিততে ব্রাজিলের রেফারির বা অন্য কোনো সহায়তার প্রয়োজন নেই। আমরা শুধু নিরপেক্ষ বাঁশিই প্রত্যাশা করি। আমি মনে করি, ওটা পেনাল্টি ছিল।’

নেইমারের পারফরম্যান্স প্রসঙ্গে ব্রাজিল কোচ বলেছেন,‘সে স্বাভাবিকই ছিল। ব্যক্তিগত নৈপুণ্য দেখিয়েছে নেইমার। তবে আমাদের পুরো দলটিই ভালো খেলেছে। আমরা একজন খেলোয়াড়ের কাঁধে সব দায়িত্ব চাপিয়ে দিতে পারি না। সবাই জানি, বড় ধরনের ইনজুরি থেকে উঠেছে নেইমার। এখনো পুরো ফিট হওয়ার প্রক্রিয়ার মধ্যে আছে। সে তো মানুষ। তারও কিছু সময়ের প্রয়োজন আছে শতভাগ ফিট হতে। আমাদের দল শক্তিশালী, শুধুমাত্র নেইমারের উপর নির্ভরশীল নয়।’

আরআই/আইএইচএস/ওআর

Advertisement