খেলাধুলা

মাটিতে লুটোপুটি খেয়ে গোল উদযাপন ব্রাজিল কোচের

মৌমাছির মতো আক্রমণ। কোস্টারিকার ডিফেন্ড তছনছ। কিন্তু গোলশূন্য। এভাবে পার হলো ম্যাচের ৯০ মিনিট। চতুর্থ রেফারি বোর্ড উঁচিয়ে জানিয়ে দিলেন ইনজুরি সময় ৬ মিনিট। ব্রাজিল সমর্থকদের প্রত্যাশা এ সময়েই গোল বের করে বিশ্বকাপের প্রথম জয় নিয়ে হোটেলে ফিরবেন নেইমাররা। হলোও তাই।

Advertisement

ফিলিপে কৌতিনহো ইনজুরি সময়ের প্রথম মিনিটে কোস্টারিকার জাল কাঁপাতেই সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়াম জেগে উঠলো। গ্যালারিতে ঢেউ উঠলো। যেন সরষে খেত দোল খাচ্ছে বাতাসে। এমন সময় সবার চোখ পড়লো ব্রাজিলের ডাগআউটে। কোচ তিতে নিজেই মাটিতে লুটোপুটি খাচ্ছেন।

প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিরুদ্ধে ড্রয়ের পর চাপে পড়েছিল তিতের দল। কোস্টারিকার বিরুদ্ধে মাস্ট উইন জয়ের ম্যাচের ৯০ মিনিটে গোল নেই। কোচ তিতে তখন ডাগআউটে যেন ছটফট করছেন। সমর্থকদের গালে হাত। এমন সময় বার্সেলোনার তারকা কৌতিনহোর গোল জাগিয়ে তোলে ঝিমিয়ে পড়া গ্যালারি। ঠিক তখনই বাচ্চাদের মতো মাটিতে লুটোপুটি খান ব্রাজিল কোচ তিতে।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নিজের এ উদযাপন প্রসঙ্গে ব্রাজিল কোচ তিতে বলেন, ‘গোল উদযাপন করে মনে হয় ব্যথাও পেয়েছি। আমার এমন উদযাপনের সময় এডারসন ও ক্যাসিও আমার কাছাকাছি ছিল। তারা ধরাধরি করে আমাকে উঠিয়েছে।’

Advertisement

আরআই/আইএইচএস/ওআর