খেলাধুলা

রেগে গিয়ে সমর্থককে গ্লাস ছুঁড়ে মারলেন ব্রাজিলিয়ান ফুটবল প্রধান

ফিফার নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডের জন্য এবার শাস্তির মুখে পড়তে যাচ্ছেন ব্রাজিল ফুটবল ফেডারেশন প্রধান এন্টোনিও কার্লোস নুনেজ। ইতিমধ্যেই তাকে দেশে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে ফিফা থেকে।

Advertisement

ঘটনার সূত্রপাত আজ কোস্টারিকার বিপক্ষে ব্রাজিলের ম্যাচের সময়। রাশিয়ার এক রেস্টুরেন্টে বসেই খেলা উপভোগ করছিলেন নুনেজ। সেখানে এক ব্রাজিলিয়ান ভক্ত তার সাথে দেখা করতে চান। নুনেজের নিরাপত্তাকর্মীরা তাকে দেখা করতে দিতে আপত্তি জানায়।

গত ম্যাচে সুইজারল্যান্ডের সাথে দল ড্র করায় এমনিতেও ক্ষিপ্ত ছিল ওই সমর্থক। দেখা করতে বাধা দেওয়ায় অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন তিনি। আর এতেই ক্ষেপে যান ব্রাজিলিয়ান ফুটবল প্রধান। সংবাদ সংস্থা 'এস্তাদিও সাও পাওলো'র ভাষ্যমতে, নুনেজ রাগ সামলাতে না পেরে ওই ব্যক্তির মাথায় গ্লাস ছুঁড়ে মারেন। আর এতেই মারাত্মক জখম হন ওই সমর্থক।

এই হট্টগোলের সাথে সাথেই রেস্টুরেন্টটি বন্ধ করে দেওয়া হয়। তবে ঘটনাটি ফিফার কানে পৌঁছাতে মোটেও দেরি হয়নি। ফিফার আইন ভাঙ্গায় এখন তাই হয়ত বেশ বড় শাস্তির মুখেই পড়তে যাচ্ছেন কার্লোস নুনেজ। একজন ফুটবল ফেডারেশন প্রধান হয়ে এরকম আচরণের জন্য ফিফা থেকে বহিষ্কারও হতে পারেন তিনি।

Advertisement

এসএস /এমএমআর/পিআর