জাতীয়

কেউ আইনের ঊর্ধ্বে নন : এমপিপুত্রের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী

এমপিপুত্র শাবাবের বিরুদ্ধে গাড়ি চাপা দিয়ে পথচারী হত্যার অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বিষয়টি তদন্তাধীন। আমরা এখনই সুনির্দিষ্টভাবে বলতে পারবো না কে গাড়ি চালাচ্ছিলেন। তদন্তের পরই সবকিছু জানা জানা যাবে। তবে এটুকু বলতে পারি কেউ আইনের ঊর্ধ্বে নয়, তিনি যদি এমপি পুত্রও হন।‘

Advertisement

শুক্রবার রাজধানীর গুলশানে হোটেল আমারি আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

মঙ্গলবার (১৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে মহাখালী ফ্লাইওভারের ওপরে বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেট কার এক ব্যক্তিকে চাপা দিয়ে দ্রুত বিজয় সরণির দিকে যায়। এ ঘটনায় সেলিম ব্যাপারি (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়।

অভিযোগ উঠেছে বেপরোয়া গতিতে ওই প্রাইভেট কারটি চালাচ্ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করীম চৌধুরীর ছেলে শাবাব। তবে পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গড়িমসি করছে বলে অভিযোগ উঠেছে।

Advertisement

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলে মন্ত্রী বলেন, একটা দুর্ঘটনা ঘটেছে। একজন পথচারী নিহত হয়েছেন। আমরা তদন্তের মধ্যে রয়েছি, তদন্তের পরই বলতে পারব কে গাড়ি চালাচ্ছিল, কার গাড়ি ছিল। এটুকু বলতে পারবো কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইন সবার জন্য সমান। যেই এ ঘটনা ঘটিয়ে থাকুক তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আপনারা অতিতেও দেখেছেন কাউকে ছাড় দেয়া হচ্ছে না। সে যেই হোক। ঈদের আগে খালেদা জিয়াকে মুক্তি দেয়া না হলে বিএনপির কঠোর আন্দোলনের হুমকির বিষয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি বিএনপির রাজনৈতিক সিদ্ধান্ত। তাদের রাজনৈতিক সব কৌশলই রয়েছে। তারা তো বলবেই। তবে আপনারা দেখছেন বিএনপি কি ধরনের আন্দোলন করছে?

এর আগে 'ফোস্টারিং পিস অ্যান্ড ইনক্লুসিভ কমিউনিটি ইন বাংলাদেশ : দ্য রোল অফ রিলিজিয়াস লিডার অ্যান্ড অ্যাক্টরস' শীর্ষক অনুষ্ঠানে যোগদেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ওই অনুষ্ঠানে তিনি বলেন, ধর্ম হলো বিশ্বাস। বিশ্বাস থেকেই ধর্ম। আমরা কেউ কিন্তু সৃষ্টিকর্তাকে দেখিনি। তারপর বিশ্বাস। সেই বিশ্বাস থেকেই আমাদের ধর্ম।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা পথ হারিয়ে যাচ্ছিলাম। একটি অকার্যকর দেশ গড়ার প্রচেষ্টা আমরা দেখেছি। সে দিন সবাই আমার ডাকে সাড়া দিয়েছিলেন। আমরা জঙ্গি, সন্ত্রাস দমন করতে পেরেছিলাম। প্রধানমন্ত্রীর জিরো টলারেন্সে আমরা আটল রয়েছি। জঙ্গি, সন্ত্রাসকে আমরা কোনোভাবে স্থান দেবো না।

Advertisement

এমএএস/এমআরএম/এএইচ/পিআর