বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে এসেই বিদায়ের বাঁশি বাজছে আর্জেন্টিনার। ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরে বিশ্বকাপ স্বপ্ন অনেকটাই শেষ মেসিদের। আইসদের বিপক্ষে ড্র এবং ক্রোয়েটদের বিপক্ষে হার, গ্রুপ পর্বের তলানিতে অবস্থান করছে হোর্হে সাম্পাওলির দল। এক ম্যাচেই যেন সকল লজ্জার রেকর্ডকে ছাড়িয়ে গেছে আর্জেন্টাইনরা। সংখ্যায় দেখে নেওয়া যাক সেগুলো।
Advertisement
০- ১৯৮৯ সালের কোপা আমেরিকার পর আর্জেন্টিনা তাদের ফুটবল ইতিহাসে কোন মেজর টুর্নামেন্টই প্রথম দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে কখনো শুরু করেনি। বিশ্বকাপ ১৯৭৪ সালে সর্বশেষ দুই ম্যাচে ১ পয়েন্ট পেয়েছিল তারা।
১- দ্বিতীয়ার্ধে আনতে রেবিচ ক্রোয়েশিয়ার প্রথম অন টার্গেট শটেই গোল করেন।
২- লুকা মদ্রিচ প্রথম ক্রোয়েশিয়ান ফুটবলার হিসেবে মেজর টুর্নামেন্টে ডি বক্সের বাইরে থেকে দুটি গোল করলেন। (ইউরো ২০১৬, ২০১৮ বিশ্বকাপ)
Advertisement
২- বিশ্বকাপে দ্বিতীয়বারের মত নকআউট রাউন্ডে উঠলো ক্রোয়েশিয়া। এর আগে ১৯৯৮ সালে প্রথম দ্বিতীয় রাউন্ডে উঠেই তৃতীয় হয়েছিল তারা।
৪- বিশ্বকাপ ইতিহাসে এই প্রথমবার টানা চার ম্যাচ জয়হীন থাকলো আর্জেন্টিনা। (২০১৪ বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল, ২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্বের দুই ম্যাচে)
৪- বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মত টানা চারটি ম্যাচে চারটি ভিন্ন একাদশ খেলিয়েছেন কোচেরা।
৫- বিশ্বকাপে লাতিন আমেরিকার দলগুলোর বিপক্ষে পাঁচবারের মোকাবেলায় মাত্র ১ বার জয়ের স্বাদ পেয়েছে ক্রোয়েশিয়া। বাকি ৪বারই হেরেছে তারা।
Advertisement
৫- এবারের বিশ্বকাপে রেবিচ ৫ম খেলোয়াড় যার বিশ্বকাপের আগে জাতীয় দলের হয়ে কোন গোল ছিল না।
৫১- বিশ্বকাপের ৫১টি গোলের ভেতর ১৮টি গোলই করেছেন লা লিগার ফুটবলাররা।
৬০- ১৯৫৮ সালের পর অর্থাৎ ৬০ বছর পর গ্রুপ পর্বে আর্জেন্টিনার সবচেয়ে বড় পরাজয় এটি, সেবার চেকোস্লোভাকিয়ার কাছে ৬-১ গোলে হেরেছিল আর্জেন্টিনা।
১৯৯৪- গ্রুপ পর্বে তিন পয়েন্ট পাওয়ার নিয়ম ১৯৯৪ সাল থেকে চালু হওয়ার পর গ্রুপ পর্বের দুই ম্যাচ খেলে ১ পয়েন্ট পেয়েছে সর্বমোট ৩৩টি দল যাদের ভেতর মাত্র ৪টি দলই পরবর্তী রাউন্ডে যেতে পেরেছে। (প্যারাগুয়ে-২০০২, তুরস্ক-২০০২, স্লোভাকিয়া-২০১০ ও গ্রিস-২০১৪)
৬৪৭- বিশ্বকাপে ৬৪৭ মিনিট ধরে গোল পাচ্ছেন না মেসি। সর্বশেষ ২০১৪ সালের বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে গোল করেছিলেন তিনি।
রিয়াল মাদ্রিদ- বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মত আর্জেন্টিনার বিপক্ষে গোল করলেন কোন রিয়াল মাদ্রিদ তারকা। লুকা মদ্রিচ আর্জেন্টিনার বিপক্ষে গোল করেছেন।
আরআর/পিআর