খেলাধুলা

আর্জেন্টিনার বিশ্বকাপ ভাগ্য এখন অন্যের হাতে

কে ভেবেছিল নাইজেরিয়া-আইসল্যান্ড ম্যাচটাই আর্জেন্টিনার জন্য বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে! ক্রোয়েশিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে গড়পড়তাভাবে খেলে ৩-০ গোলে লজ্জার হারে বিশ্বকাপ সম্ভাবনাই হুমকির মুখে ফেলেছে সাম্পাওলির দল। তাই বিশ্বকাপের পরের রাউন্ডে যেতে হলে তাকিয়ে থাকতে হবে আজকের নাইজেরিয়া-আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে দিকে।

Advertisement

এই ম্যাচের ফলাফলই আসলে ইঙ্গিত দিবে আর্জেন্টিনা তাদের শেষ ম্যাচে কী রকম পারফর্ম করতে চায়। আইসল্যান্ড তাদের প্রথম ম্যাচ আর্জেন্টিনার সঙ্গে ড্র করে ফুরফুরে মেজাজে আছে। অন্যদিকে, নাইজেরিয়া তাদের প্রথম ম্যাচ ক্রোয়েশিয়ার কাছে ২-০ গোলে হেরে অনেকটাই ব্যাকফুটে।

নাইজেরিয়ার বিপক্ষে নামার আগে আইস কোচ হালরিমসন বলেন, ‘বিশ্বকাপের এই পর্যায়ে এক পয়েন্ট পাওয়াও অনেক কিছু। এটা আপনাকে পরের রাউন্ডে যেতে সহায়তা করবে।’

অন্যদিকে নাইজেরিয়ার কোচ বলেন, ‘এটা মূলত অভিজ্ঞতা ও তারুণ্যের লড়াই হতে যাচ্ছে। দেখা যাক, কীভাবে এটার সাথে আমরা মানিয়ে নিতে পারি।’

Advertisement

তবে মাঠে নামার আগে, বিশ্বকাপের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে তিন দলেরই। আজ যদি আইসল্যান্ড হেরে যায় সেক্ষেত্রে আর্জেন্টিনার সামনে সুযোগ থাকবে নাইজেরিয়াকে হারিয়েই বিশ্বকাপের পরের রাউন্ডে যাওয়ার। অন্যদিকে, তাদের তাকিয়ে থাকতে হবে ক্রোয়েশিয়া-আইসল্যান্ড ম্যাচের দিকেও।

কেননা, ওই ম্যাচে আইসল্যান্ড জিতে গেলে সেক্ষেত্রে গোল ব্যবধানের হিসাব চলে আসবে। ক্রোয়েশিয়ার কাছে ৩ গোল খাওয়ায় অনেকটাই পিছিয়ে রয়েছে আর্জেন্টিনা। তাই নাইজেরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে আইসল্যান্ডের হার কামনা করা ছাড়া বর্তমানে মেসিদের আর কোন পথ খোলা নেই।

আরআর/এমএস

Advertisement