দেশজুড়ে

গাজীপুর মডেলেই নির্বাচন চান জাহাঙ্গীর

গাজীপুর সিটি কর্পোরশনে শেষ মুহূর্তের প্রচারণা চলছে প্রার্থীদের। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা এক প্রকার নাওয়া খাওয়া ছেড়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে গাজীপুরে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে দলের কেন্দ্রীয় নেতারা যোগ দিয়ে প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছেন। প্রচারণাকালে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রত্যেক প্রার্থীরই ভোটারের উপর শ্রদ্ধাশীল হওয়া উচিত, সম্মান থাকা উচিত। গাজীপুরে সবসময় শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। সেই নির্বাচন সমূহের ধারাবাহিকতায় গাজীপুর মডেলে নির্বাচন চাই। মানুষ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারবে। ’

Advertisement

বৃহস্পতিবার মহানগরীর ২৮ নম্বর ওয়ার্ড হাড়িনালে পথসভায় মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম এসব কথা বলেন। পথসভায় খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেকও বক্তব্য রাখেন।

খুলনার মেয়র বলেন,শেখ হাসিনার উন্নয়নের উপর আস্থা রেখে খুলনার মানুষ বিপুল ভোটে নৌকা মার্কাকে বিজয়ী করেছে। গাজীপুরেও নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তিনি সবাইকে আগামী ২৬ জুন নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ারে আহ্বান জানান। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম নগরীর ২৫ নম্বর ওয়ার্ড ডুয়েট ফটকের সামনে পথসভার মাধ্যমে গণসংযোগ শুরু করেন। পরে বিএনডিসি, পূর্ব ভুরুলিয়া, ২৪ নম্বর শিমুলতলি, চত্বর বাজার, ভানুয়া, ফাওকাল, চাপুলিয়া ২৮ নম্বর উত্তর ছায়াবিথি শ্মশান মোড়, টাঙ্কিমোড়, জোড়পুকুরপাড়, বরুদা, হাড়িনাল, লেবু বাগান, দক্ষিণ ছায়াবিথী মোড়, মাধবাড়ি মোড়, রথখোলা স্টেডিয়াম, ২৬ নম্বরে বিলাশপুর মসজিদের সামনে, মাড়িয়ালী, নেয়ামত সড়ক, শহীদ স্মৃতি স্কুল ২৭ নম্বরে কাউন্সিলর কার্যালয়ের সামনে, তালুকদারের পুকুর পাড়, কৃষি গবেষণা শ্রমিক ক্লাব ২৯ কাজীবাড়ি, ২৭ নম্বরে পূর্ব চান্দনা, ২৯ নম্বরে ভোড়া কুমারপাড়া, অ্যাড. ওয়াজউদ্দিন মিয়ার বাড়ির রাস্তার মোড়, ৩১ নম্বরে ভাড়ারুল জামতলা, চৌরাস্তা, ধীরাশ্রম, ৪১ এ পুবাইল কলেজ গেট, ৪২এ সাবেক ইউনিয়ন পরিষদ, ৪০ মাঝুখান বাজার, ৩৯ এ হায়দারাবাদ মাদ্রাসার সামনে পথসভা এবং গণসংযোগ করেন।

পথসভায় জাহাঙ্গীর আরও বলেন, গাজীপুরের মানুষ শান্তিপ্রিয়। প্রতিপক্ষ বিএনপি প্রার্থীর ৮৬ এবং ৮৮তে কারচুপি করে নির্বাচনে জয়ী হওয়ার অভিজ্ঞতা রয়েছে। এখন এলাকায় প্রচারণায় কোনো লোক পাচ্ছে না। সে কারণে বিএনপি কেন্দ্রীয় নেতাদের প্রেসক্রিপশনে লিখিত বক্তব্য মিডিয়ার সামনে পাঠ করছেন। তিনি প্রতিপক্ষকে ভোটারের উপর আস্থা রেখে এসব বিভ্রান্তিমূলক বিবৃতি বন্ধের আহ্বান জানান।

Advertisement

পথসভায় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ নেতা কাজী আলীম উদ্দিন বুদ্দিন, অ্যাড. শফিকুল ইসলাম বাবুল, হারিছ উদ্দিন আহমেদ, আব্দুল হাদি শামিম, মো. আমজাদ হোসেন বাবুল, অ্যাড. মো. আমানত হোসেন খান, আব্দুর রাজ্জাক প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় আওয়ামী লীগ নেতা অ্যাড. আব্দুল খালেক, আফজাল হোসেন সরকার রিপন, মো. রফিজ উদ্দিন, মো. শাহজাহান মিয়া, আসুদুজ্জামান তরুণ, আনোয়ার সাহাদাৎ সরকার, মো. কামরুল আহসান সরকার রাসেল, মো. সাইফুল ইসলাম ও সুমন আহমেদ শান্তসহ কেন্দ্রীয় নেতারা প্রচারণায় অংশ নেন।

অপরদিকে নগরীর ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, অ্যাড কাজী মোরশেদ কামাল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। তাছাড়া ৩৮ নম্বর খাইলকুর এলাকায় কেন্দ্রীয় নেতা অসীম কুমার উকিল ও ১৫ নম্বর ওয়ার্ডে এসএম কামাল গণসংযোগ করেন।

আমিনুল ইসলাম/এফএ/এমএস

Advertisement