বরিশালে সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় থাকা বিলবোর্ড-ব্যানার ও পোস্টার অপসারণ শুরু করেছে নির্বাচন কমিশন।
Advertisement
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নির্বাচন কমিশন নগরীর ৫টি এলাকায় একযোগে এ অপসারণ কাজ শুরু করে। এর মধ্যে নাজিরের পুল এলাকা থেকে জেলা স্কুল, মড়কখোলা পুল এলাকা থেকে নতুন বাজার বিএম কলেজ এলাকা, নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে কাশীপুর এলাকা, রুপাতলী থেকে দপদপিয়া এলাকা এবং আমতলা মোড় থেকে নথুল্লাবাদ এলাকা পর্যন্ত প্রথমদিন বিলবোর্ড ও পোস্টার অপসারণ করে নির্বাচন কমিশন।
প্রতিটি টিমে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিটি কর্পোরেশন নির্বাচনের একজন সহকারী রিটার্নিং অফিসার, মহানগর পুলিশ সদস্য এবং সিটি কর্পোরেশনের সদস্যরা অন্তর্ভুক্ত ছিলেন।
নগরীর নাজিরের পুল এলাকা থেকে অপসারণকাজ শুরু হয়। এ সময় সহকারী রিটার্নিং অফিসার ও বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রবিন শীষ উপস্থিত ছিলেন।
Advertisement
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মো. হেলাল উদ্দিন জানান, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আজ এই কার্যক্রম শুরু হলো। পুরো সিটিতে এই অভিযান চলবে।
বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় বিদ্যমান সব প্রকার নির্বাচনী প্রচারণা সামগ্রী অপসারণের জন্য গত ১৩ জুন নির্দেশ দেয় নির্বাচন কমিশন।
গতকাল বুধবার (২০ জুন) রাত ১২টা পর্যন্ত সম্ভাব্য প্রার্থীদেরকে স্বেচ্ছায় এসব বিলবোর্ড ও পোস্টার অপসারণের নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু স্বেচ্ছায় অপসারণ না করায় আজ সকাল থেকে অপসারণের কাজ শুরু করে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, গত ৩০ মে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১০ জুলাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। এরপর আনুষ্ঠানিকভাবে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। আগামী ৩০ জুলাই বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
Advertisement
সাইফ আমীন/এএম/জেআইএম