আইন-আদালত

হেলালের মুক্তিতে বাধা নেই

বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলালকে তিন মামলায় ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার কারামুক্তিতে আর আইনগত কোনো বাধা নেই।

Advertisement

বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মো. সোহরাওয়ারর্দীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ রানা।

মাসুদ রানা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, আজিজুল বারী হেলালকে ২০১৫ সালে করা রমনা, মতিঝিল ও পল্টন থানার তিন মামলায় ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। এ তিন মামলাসহ তার বিরুদ্ধে মোট ৪৩টি মামলা ছিল। এখন এ তিন মামলায় জামিনের পর তার কারামুক্তিতে আর আইনগত কোনো বাধা নেই।

Advertisement

চলতি বছরের ৩১ জানুয়ারি ছাত্রদলের সাবেক এ সভাপতিকে মগবাজারের বাসা থেকে বের হওয়ার সময় গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে।

৩০ জানুয়ারি বিকেলে হাইকোর্ট এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের পর রাতে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিতকে গ্রেফতার করে পুলিশ। ওই ঘটনায় করা মামলায় হেলালকে ২ ফেব্রুয়ারি ৫ দিনের রিমান্ড দেন আদালত।

এফএইচ/জেএইচ/জেআইএম

Advertisement