ভ্রমণ

সাইকেলে চড়ে আফ্রিকা জয়ের স্বপ্ন চন্দনের

সাইকেলে চড়ে হিমালয় জয় করার পর এবার আফ্রিকান সাফারি জয় করার স্বপ্ন দেখছেন ভারতের হৃদয়পুরের অ্যাডভেঞ্চারপ্রেমী চন্দন বিশ্বাস। ৩২ বছরের যুবক চন্দন পাড়ি দেবেন আফ্রিকা মহাদেশ।

Advertisement

চন্দন জানান, আগামী বছর ফেব্রুয়ারি মাসে যাত্রা শুরু করবেন তিনি। সাইকেলে চড়ে আফ্রিকা জয়ের উদ্দেশে যাত্ৰা শুরু হবে দক্ষিণ আফ্রিকা থেকে। তারপর উপকূল বরাবর একে একে মিশর, মরক্কো হয়ে তানজানিয়া হয়ে বৃত্ত সম্পূর্ণ হবে দক্ষিণ আফ্রিকায় এসে। মাঝে পড়বে কিলিমাঞ্জারো পর্বত। এছাড়া পর্যায়ক্রমে বিশ্ব জয়ের স্বপ্নও রয়েছে তার।

> আরও পড়ুন- গারওয়াল হিমালয়ে লাল-সবুজের পতাকা

তিনি মনে করেন, আফ্রিকা জয়ের জন্য তার সাড়ে ৩ বছর সময় লাগতে পারে। সাইক্লিং নেশা হলেও চন্দন পেশায় একজন সিনেমাটোগ্রাফার। সব্যসাচী চক্রবর্তী অভিনীত একটি সিনেমায় দেখা যাবে চন্দনের কাজ।

Advertisement

চন্দন বিশ্বাস বলেন, ‘সব সময়ই সাইক্লিং আমার খুব প্রিয়। একটা প্যাশন বলতে পারেন। বাড়িতে স্বাভাবিকভাবেই অনেক সমস্যা ছিল। অনেক কষ্ট করে সেসব সমস্যা কাটিয়ে উঠেছি। আর পেছনে ফেরার সুযোগ নেই।’

এসইউ/পিআর