জাতীয়

মরদেহের পরিচয় সনাক্তে নির্বাচন কমিশনে পুলিশ

রাজধানীর মিরপুর থানাধীন সেনপাড়ায় হাত বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

বুধবার ভোররাতে সংবাদ পেয়ে সেনপাড়া পর্বতার সাত তারা মসজিদের পাশ থেকে হাত বাঁধা অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, ওই যুবককে হত্যার উদ্দেশ্যে গত রাতে ভবনের ছাদ থেকে নিচে ফেলে দেয়া হয়েছিল।

মিরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) ওহেদুজ্জামান জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ২২ বছর। ধারণা করা হচ্ছে অজ্ঞাতনামা ওই যুবককে হাত বেঁধে ওই এলাকার কোনো ভবনের ওপর থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

এদিকে নিহত ওই যুবকের পরিচয় নিশ্চিতে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ। আঙ্গুলের ছাপের বা ছবির সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা চলছে।

অজ্ঞাত যুবকের মৃত্যুর বিষয়ে তদন্তকারী উপ-পরিদর্শক (এসআই) আমির হামজা জাগো নিউজকে বলেন, উদ্ধার করা অজ্ঞাত যুবকের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় নিশ্চিত করতে নির্বাচন কমিশন কার্যালয়ে যোগাযোগ করা হয়েছে। এখানে আঙ্গুলের ছাপ কিংবা ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় জানা যায় কিনা তা দেখা হচ্ছে।

জেইউ/এমবিআর/জেআইএম

Advertisement