দেশজুড়ে

যানবাহনের চাপ নেই দৌলতদিয়ায়

প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে জীবিকার তাগিতে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। ঈদের ৫ম দিনেও রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে নেই কর্মমুখী মানুষ ও যানবাহনের চাপ। ঈদ শেষ করে নিরাপদে কোনো ভোগান্তি ছাড়াই দৌলতদিয়া প্রান্ত দিয়ে কর্মস্থলে ফিরতে পেরে যাত্রীরা অনেক খুশি।

Advertisement

বৃহস্পতিবার দুপুরে দৌলতদিয়া লঞ্চ ঘাট, ফেরি ঘাট ও বাস টার্মিনাল এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এ দিকে দৌলতদিয়া প্রান্তে লঞ্চ ঘাট এলাকায় কর্মস্থল মুখি মানুষের চাপ কিছুটা থাকলেও দীর্ঘ অপেক্ষা ছাড়াই ফেরিতে উঠছে যানবাহন। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা বাড়বে বলে ধারণা ঘাট কর্তৃপক্ষের।

দৌলতদিয়া ঘাট বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি সূত্র জানায়, দেশের ২১ জেলার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঈদে ঘরমুখো ও ঈদ শেষে কর্মস্থল মুখি মানুষ ও যানবাহন পারাপারে ২০টি ফেরি ও ৩৩টি লঞ্চ চলাচল করছে। এবারের ঈদে শেষে ভোগান্তি ছাড়াই মানুষ দৌলতদিয়া প্রান্ত দিয়ে গন্তব্যে পৌঁছাচ্ছেন। তবে প্রাকৃতিক কোনো সমস্যা না হলে এমন অবস্থাই থাকবে দৌলতদিয়া প্রান্তে।

Advertisement

রুবেলুর রহমান/আরএ/এমএস