খেলাধুলা

ড্রেনেজ ব্যবস্থা নিয়ে মুগ্ধ আমলা

দুই ম্যাচ টেস্ট সিরিজে মোট খেলা হয়েছে মাত্র ৪ দিন। সিরিজ ড্র হওয়ায় টেস্ট র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকা হারিয়েছে ৫ রেটিং পয়েন্ট। এরপরও শের-ই-বাংলার ড্রেনেজ ব্যবস্থা নিয়ে মুগ্ধ হাশিম আমলা।সংবাদ সম্মেলনে হাশিম আমলা বলেন, ঢাকার ড্রেনেজ ব্যবস্থা খুবই ভালো। চট্টগ্রামেও ড্রেনেজ দেখে আমরা অবাক হয়েছিলাম, প্রত্যাশার চেয়েও অনেক ভালো ছিল। হতাশার দিকটা হলো, আমরা বাংলাদেশে এসেছিলাম সিরিজ জিততে এবং ভালো ক্রিকেট খেলতে; সেটা হয়নি। কিন্তু আবহাওয়া তো আর নিয়ন্ত্রণে নেই কারও। ৩ দিন পুরো বৃষ্টি হলে কিছুই করার থাকে না।সংবাদ সম্মেলনে আমলা আরও বলেন, দক্ষিণ আফ্রিকায় এমন বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপ হতো। যদি টানা তিন দিন এমন বৃষ্টি হতো, পুরো মাঠ পানির নিচে থাকত। হয়তো গতকালই (রোববার) খেলা পরিত্যক্ত ঘোষণা করা হত।এমআর

Advertisement