হাই স্কুলের ডিপ্লোমা পরীক্ষার প্রশ্ন ফাঁস ঠেকাতে পরীক্ষা চলাকালে এক ঘণ্টা করে সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আলজেরিয়া। মোবাইল এবং ফিক্সড লাইন, দুই মাধ্যমেই বন্ধ থাকবে ইন্টারনেট সেবা।
Advertisement
২০ জুন থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলবে ২৫ জুন পর্যন্ত। আর এ ক’দিনের প্রতিদিনই এক ঘণ্টা করে ইন্টারনেট বন্ধ থাকবে।
২০১৬ সালে পরীক্ষা শুরুর আগে ও পরীক্ষা চলাকালে ব্যাপকহারে প্রশ্ন ফাঁসের ঘটনার পর এ বছর পরীক্ষায় এ ব্যবস্থা নেয়া হলো।
এর আগে গত বছর পরীক্ষার সময় ইন্টারনেট সার্ভিস প্রভাইডারদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ রাখতে বলা হয়েছিল। তবে সে ব্যবস্থা খুব একটা কার্যকরী হয়নি।
Advertisement
গত কয়েক বছরে বাংলাদেশের বিভিন্ন পরীক্ষাতেও প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে।
আলজেরিয়ার শিক্ষামন্ত্রী নৌরিয়া বেনঘাবরিত আলজেরিয়ান গণমাধ্যমকে বলেছিলেন, পরীক্ষার পুরো সময়টাতে সারা দেশে ফেসবুক বন্ধ থাকবে।
ইন্টারনেট সেবা বন্ধের পাশাপাশি এবার অন্য ব্যবস্থাও নেয়া হয়েছে। যেমন ২ হাজার পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেকটর বসানো হয়েছে যাতে শিক্ষক-শিক্ষার্থী কেউ কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ না করতে পারে।
এ ছাড়া যেখানে প্রশ্ন ছাপা হচ্ছে সেখানে ক্যামেরা বসানো হয়েছে ও মোবাইল ফোন জ্যামার লাগানো হয়েছে।
Advertisement
প্রায় ৭ লাখ শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে।
সূত্র : বিবিসি।
এনএফ/এমএস