দেশজুড়ে

অটোরিকশা নিষিদ্ধের প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল

মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা চলাচল করতে না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ও মহাসড়কে চলাচল করার দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জেলার সিএনজি ও অটোরিকশা মালিক-শ্রমিকরা। সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল ও অতিরিক্ত জেলা প্রশাসক মুজিব-উল ফেরদৌস’র কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। জানা যায়, জেলা সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক ওবাইদুল হোসেনের নেতৃত্বে কুষ্টিয়ার মজমপুর এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় তারা অতিরিক্ত জেলা প্রশাসক মুজিব-উল ফেরদৌস’র কাছে স্মারকলিপি প্রদান করেন।তবে বিক্ষোভ প্রদর্শন করে মানববন্ধনের প্রস্তুতি নিলে পুলিশি বাধার মুখে পড়েন তারা। পরে পুনরায় মিছিল নিয়ে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়ক হয়ে পিটিআই রোডে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ এর বাড়ির সামনে অবস্থান নেয়। এ সময় শহরের পিটিআই সড়কের উপর অবস্থান নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করে।যতক্ষণ পর্যন্ত উক্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে জানান সিএনজি মালিক সমিতির যুগ্ম সম্পাদক বিদ্যুৎ হোসেন।আল-মামুন সাগর/আরএস/এমআরআই

Advertisement