জাতীয়

র‌্যাবের পর জেনেভা ক্যাম্পে পুলিশের অভিযান

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে (বিহারী ক্যাম্প) অভিযান চালিয়েছে পুলিশ। র‌্যাবের অভিযানের ২৪ দিন পর ঢাকার অন্যতম এ মাদক স্পটে অভিযান চালিয়ে ৫১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

Advertisement

বুধবার (২০ জুন) দুপুরে মোহাম্মদপুর থানা ও মহানগর গোয়েন্দার (ডিবি) পুলিশের ৩০০ সদস্য ও ডগ স্কোয়াড নিয়ে তিন ঘণ্টা ধরে অভিযান চালায়। এ সময় আটককৃতদের কাছ থেকে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযান শেষে পুলিশের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ওয়াহিদুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটক ৫১ জনের মধ্যে যাচাই-বাছাই শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ দিকে অভিযানের সংবাদ পেয়ে অনেকেই পালিয়ে গেছে। এমনটি কেন হলো? জানতে চাইলে এডিসি বলেন, অভিযানের খবর পেয়ে মাদক বিক্রেতাদের অনেকেই ঘর তালাবদ্ধ করে পালিয়ে গেছে। তাদের পুনরায় এলাকায় ফিরতে দেয়া হবে না।

Advertisement

এর আগে গত ২৬ মে শনিবার র‌্যাব ও ডগ স্কোয়াডের অভিযানে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ৫০০ জনকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে ৩৪৭ জনকে ছেড়ে দিয়ে ১৫৩ জনকে গ্রেফতার দেখানো হয়।

এআর/এএইচ/জেআইএম