দেশজুড়ে

মনোনয়ন না পেলে বিদ্রোহী প্রার্থী হওয়ার ঘোষণা জাপা নেতার

মেয়র পদে দলীয় মনোনয়ন না পেলে নেতাকর্মীদের নিয়ে গণপদত্যাগসহ বিদ্রোহী প্রার্থী হওয়ার হুশিয়ারী দিয়েছেন জাতীয় পার্টি (এরশাদ) বরিশাল জেলার যুগ্ম আহ্বায়ক বশির আহমেদ ঝুনু।

Advertisement

বুধবার দুপুর ১২টার দিকে নগরীর আগরপুর রোড বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে বশির আহমেদ ঝুনু বলেন, যাকে বরিশালের মানুষ চেনেন না। যিনি কখনও বরিশালের মানুষের পাশে ছিলেন না। এ ধরনের একজন মানুষকে বরিশালে জাতীয় পার্টির (এরশাদ) মেয়র প্রার্থী করার চক্রান্ত চলছে। সংবাদ সম্মেলন থেকে ঝুনু প্রশ্ন রাখেন সারা জীবন জাতীয় পার্টির জন্য কাজ করে কী পেয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

এ দিকে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির (এরশাদ) সম্ভাব্য প্রার্থী হিসেবে ব্যবসায়ী ইকবাল হোসেন তাপসের নাম নগরীতে আলোচিত হচ্ছে। তার ছবি ও নাম সংবলিত বিলবোর্ড-পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে নগরী।

প্রসঙ্গত, বিসিসি নির্বাচনে জাতীয় পার্টির (এরশাদ) মেয়র প্রার্থী এখনও দলীয়ভাবে চুড়ান্ত হয়নি। দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার আগেই গত ১৪ জুন মনোনয়নপত্র ক্রয় করেন জাতীয় পার্টি (এরশাদ) জেলার যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন তাপস। এরপর থেকেই বশির আহমেদ ঝুনু, ইকবাল হোসেন তাপসের বিরোধীতা করে আসছেন।

সাইফ আমীন/আরএ/এমএস

Advertisement