খেলাধুলা

বিশ্বকাপে সেনেগালের অনন্য রেকর্ড

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই অসাধারণ এক জয় তুলে নিয়েছে আফ্রিকান দেশ সেনেগাল। ইউরোপের শক্তিশালী দল পোল্যান্ডকে ২-১ ব্যবধানে হারায় তারা। ম্যাচে সেনেগালের খেলোয়াড়দের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। সংখ্যায় সংখ্যায় দেখে নেওয়া যাক ম্যাচের কিছু চিত্র।

Advertisement

১- থিয়াগো চিওনেক প্রথম পোলিশ ফুটবলার হিসেবে বিশ্বকাপে আত্মঘাতী গোল করেছেন।

১- ১৯৭৪ সালের পর শেষ সাতটি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচগুলোতে মাত্র ১টিতে জয় পেয়েছে তারা। (ড্র ৩টি, হার ৩টি)

২- বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে আত্মঘাতী গোলের সুবাদে কোন আফ্রিকান দল গোল পায় এই ম্যাচে।

Advertisement

২- সেনেগাল দুবার বিশ্বকাপে খেলেছে এবং দুবারই তো বিশ্বকাপ শুরু করেছে ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে ২-১ ব্যবধানে জিতে।

৩- সেনেগাল আফ্রিকার একমাত্র দেশ যাদের বিশ্বকাপে পজিটিভ রেকর্ড রয়েছে। (জয় ৩টি, ড্র ২টি, হার ১টি)

৯- ১৯৮৬ সালের পর শেষ ৯টি বিশ্বকাপ ম্যাচে ক্লিন শিট রাখতে ব্যর্থ হলো পোল্যান্ড। সর্বশেষ ১৯৮৬ সালে ১-০ গোলে জিতেছিল তারা।

৫০%- বিশ্বকাপ ইতিহাসে ৮টি দলের ভেতর সেনেগাল একটি দল যারা শতকরা ৫০% ম্যাচ জিতেছেন বিশ্বকাপে ম্যাচ খেলার সংখ্যানুযায়ী (৬টি ম্যাচের ৩টিতেই জিতেছে তারা)। তারাই প্রথম আফ্রিকান দল যারা এমন রেকর্ড গড়েছে।

Advertisement

আরআর/জেআইএম