খেলাধুলা

এখনো সুয়ারেজেই আস্থা রাখছেন তাবারেজ

নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়ে ১-০ গোলে হারিয়েছে মিসরকে। তবে এ জয়ের জন্য প্রচুর ঘাম ঝড়াতে হয়েছে তাদের। ম্যাচের অন্তিম মুহূর্তে ডিফেন্ডার হিমেনেজের দেয়া একমাত্র গোলে জয় পায় তারা। তবে এ ম্যাচে যার জ্বলে ওঠার কথা ছিলো সেই সুয়ারেজই ছিলেন সবচেয়ে নিষ্প্রভ। ম্যাচে দারুণ একটি সুযোগ পেলেও সেটিকে গোলে পরিণত করতে পারেননি বার্সা ফরোয়ার্ড।

Advertisement

বুধবার আবার মাঠে নামছে উরুগুয়ে। এবার প্রতিপক্ষ সৌদি আরব। প্রথম ম্যাচে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি সুয়ারেজ। তাই বলে দলের সেরা স্ট্রাইকারের উপর আস্থা হারাতে চান না কোচ অস্কার তাবারেজ।

উরুগুয়ের কোচ বার্সা তারকাকে নিয়ে বলেন, ‘হতে পারে সে (সুয়ারেজ) মিসরের বিপক্ষে একটি ভালো ম্যাচ খেলেনি। কিন্তু তার ক্ষমতা এখনো অক্ষত রয়েছে। ফুটবল মানুষের খেলা। তারা তো মেশিন নয়। সে অনেক গুরুত্বপূর্ণ গোল এবং অ্যাসিস্ট করেছে। মাঝে মাঝে গোলটাই বড় হয়ে যায়, কখনো ছোট হয়ে যায়। কোন গোলই সহজভাবে দেয়া হয় না। বাইরে থেকে সেটাকে দেখতে যতটুকু সহজ মনে হয়।’

অন্যদিকে সৌদি আরবের ম্যাচের মাধ্যমে ১০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলবেন লুইস সুয়ারেজ। নিজের শিষ্যের এ মাইলফলক নিয়ে দারুণ আনন্দিত শোনা গেলো উরুগুয়ে কোচের কণ্ঠ। সুয়ারেজের শততম ম্যাচ নিয়ে তাবারেজ বলেন, ‘কিভাবে সময় চলে যায়! ১০০টি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ একটি সংখ্যা। এটি অনেক কিছু বোঝায়। এটা শুধু সংখ্যাই নয়।’

Advertisement

এছাড়া বুধবার সৌদি আরবের মুখোমুখি হতে যাবার আগে বেশ সতর্কই শোনালো উরুগুয়ের কোচের কণ্ঠ। তাবারেজ বলেন, ‘প্রতিপক্ষ আমাদের কার্পেট বিছিয়ে দেবে, এমনটা আমি আশা করি না। তারা পরিস্থিতি বদলাবার চেষ্টা করবে। তারা জার্মানির বিপক্ষেও ভালো খেলেছে। আমরা একটি কঠিন ম্যাচ আশা করছি। এটা আমাদের ওপর নির্ভর করবে যে, আমরা তাদের শক্তিমত্তাকে আটকে রাখতে পারি কি না কিংবা আমরা তাদের দুর্বলতার সুযোগ নিতে পারি কি না। আমাদের অবশ্যই সবকিছুর জন্যে প্রস্তুত থাকা উচিত।’

ডিকেটি/এমএমআর/জেআইএম