পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিবের বেতন ও সুবিধাসহ) অধ্যাপক ড. শামসুল আলমের চুক্তির মেয়াদ আরও তিন বছর বাড়ানো হয়েছে।
Advertisement
আগামী ১ জুলাই বা যোগদানের তারিখ থেকে নতুন মেয়াদ বৃদ্ধির এই আদেশ কার্যকর হবে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই মেয়াদ বাড়িয়ে আদেশ জারি করা হয়েছে।
শামসুল আলম প্রথম ২০০৯ সালে ২২ জুন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য হিসেবে এক বছরের জন্য চুক্তিতে নিয়োগ পান। এরপর ২০১০ সালের ৯ জুন, ২০১২ সালের ১৭ জুন, ২০১৪ সালের ২৪ জুন, ২০১৬ সালের ১০ জুলাই তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়।
আগামী ১ জুলাই বা যোগদানের তারিখ থেকে নতুন মেয়াদ বৃদ্ধির এই আদেশ কার্যকর হবে।
Advertisement
এছাড়া বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপের চুক্তির মেয়াদ এক বছর বাড়িয়ে আলাদা আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
অপরদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (চুক্তিভিত্তিক) মালিহা শাহজাহানকে ১ ডিসেম্বর থেকে পরবর্তী ২ বছরের জন্য অস্ট্রিয়ার ভিয়েনার বাংলাদেশ দূতাবাসে প্রথম সচিব পদে চুক্তিভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছে।
আরএমএম/এমএমজেড/জেআইএম
Advertisement