কুমিল্লার চৌদ্দগ্রামে গত ৩ ফেব্রুয়ারি নৈশকোচে পেট্রলবোমা হামলায় ঘটনাস্থলেই ৭ জন ও পরে ১ জনসহ মোট ৮ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় হাজিরা দিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ার। সোমবার দুপুরে উচ্চ আদালতের আদেশের সত্যায়িত কপিসহ কুমিল্লার আদালতে হাজিরা দেন তিনি।আদালত সূত্রে জানা যায়, চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় আইকন পরিবহনের যাত্রীবাহী একটি নৈশকোচে পেট্রলবোমা হামলায় ৮ জন নিহত হয়। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় সুপ্রীম কোর্টের আপিল বিভাগের নির্দেশে সোমবার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আ স ম শহীদুল্লা কায়সারের আদালতে হাজিরা দেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।এম কে আনোয়ারের আইনজীবী মো. হারুনুর রশিদ জানান, মামলার মূলনথি কুমিল্লার আদালতে না আসায় এ বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। নথি দেখা সাপেক্ষে আদালত পরবর্তী আদেশ প্রদান করবেন।মো. কামাল উদ্দিন/আরএস/এমআরআই
Advertisement