রাজনীতি

মওদুদ বহুরূপী, তার রাজনীতি ফেইক : কাদের

বিএনপি নেতা মওদুদ আহমদকে ‘বহুরূপী’ হিসেবে অভিহিত করে তার রাজনীতিকে ‘ফেইক’ (ভুয়া) বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Advertisement

বুধবার সচিবালয়ে ঈদপরবর্তী পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এর আগে অভিযোগ করে বলেছিলেন, ঈদের সময় তিনি তার নোয়াখালীর নির্বাচনী এলাকায় গেলেও নিরাপত্তার অজুহাতে বাইরে বের হতে পারেননি। নির্বাচন হলে আওয়ামী লীগ আসন পাবে না, এই ভয়ে তাকে বেরুতে দেয়া হয়নি।

মওদুদের অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘উনি আসন পাবেন কিনা, জিজ্ঞাসা করুন। উনি ২২ বছরে ওখানে দৃশ্যমান একটা কাজও করেননি- বিদ্যুৎ বলেন, রাস্তা বলেন। ওনার বাড়ির পাশের রাস্তাটাও শেখ হাসিনার সরকারের করা। ওনার বাড়ির পাশের স্কুলটাও শেখ হাসিনার সরকার করেছে। ওনার বাড়ি ছাড়া ৯০ ভাগ এলাকায় বিদ্যুৎ ছিল না। যে ১০ শতাংশ এলাকায় বিদ্যুৎ ছিল, সেখানে ২০ ঘণ্টা ছিল লোডশেডিং।’

Advertisement

‘মওদুদ আহমদের গণতন্ত্র কী জানেন? মওদুদ আহমদের গণতন্ত্র হচ্ছে সকাল ১০টার আগে ভোট শেষ। সিরাজপুর ইউনিয়ন মওদুদ সাহেবের অধীনে। ২০০১ সালে ওই ইউনিয়নের সিরাজপুর স্কুল কেন্দ্রে ঠিক সকাল ১০টায় গিয়ে তিনি বলছিলেন, ১০টা বেজে গেছে, এখনও ভোট শেষ হয়নি। এই হলো ব্যারিস্টার মওদুদ- বহুরূপী, ওনার রাজনীতিটাই হচ্ছে ফেইক।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘তিনি নয়দিন ওখানে ছিলেন, এখন অভিযোগ কেন? তাকে বেরুতে দেয়া না হলে আমার আওয়ামী লীগের কোম্পানিগঞ্জের প্রেসিডেন্ট-সেক্রেটারির সঙ্গে মোলাকাত করেছেন কীভাবে? ছবি আছে। বের না হলে তিনি কীভাবে মোলাকাত করলেন?’

‘তিনি জনসংযোগ করেছেন, সবকিছুই করেছেন। তবে পুলিশ তাকে নিরাপত্তা দিতে গেছে, এই কারণে যে তার দলের মধ্যে তিন ভাগ এবং তার সামনে তার বাড়িতে মারামারি করে। তাহলে পুলিশ কী করবে? তিনি একজন বড় নেতা, তার নিরাপত্তা তো দিতে হবে। সেজন্য পুলিশ তাকে নিরাপত্তা দিয়েছে। তিনি তো বলতে পারেননি যে আওয়ামী লীগের লোকজন তাকে বাধা দিয়েছে। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি’- বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

চুলচেরা বিশ্লেষণ করে এবার ছাত্রলীগের কমিটি

Advertisement

কবে নাগাদ ছাত্রলীগের কমিটি দেয়া হবে- জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এটা প্রাইম মিনিস্টারের কাছে আছে। আমরা এবার চুলচেরা বিশ্লেষণ করে কমিটি দিচ্ছি। যাতে কমিটি নিয়ে পুরনো অভিযোগগুলো- অমুক সন্ত্রাসী, অমুক অনুপ্রবেশকারী, অমুক সাম্প্রদায়িক শক্তির সঙ্গে ছিল- এসব কথা যাতে না ওঠে। এখন একটু ব্যস্ততার সময় চলছে, পাশাপাশি কাজও চলছে। সময় মতো দিয়ে দেব, শিগগিরই দেয়া হবে।’

আরএমএম/এমএআর/এমএস