খেলাধুলা

সালাহর পেছনে একটা দলও প্রয়োজন : মিসর কোচ

২৮ বছর পর মিসর বিশ্বকাপ খেলতে এসেছিলো দলটির তারকা মোহাম্মদ সালাহর একক নৈপুণ্যে। প্রায় একাই ফারাওদের বিশ্বকাপে নিয়ে এসেছিলেন লিভারপুলের এই উইঙ্গার। তবে বিশ্বকাপে এসে যেন আর এগিয়ে নিতে পারলেন না দলকে।

Advertisement

ইনজুরিতে আক্রান্ত সালাহ মিসরের প্রথম ম্যাচে খেলতেই পারেননি। আর তাতেই মিসর ১-০ গোলে হেরে যায় উরুগুয়ের কাছে। দ্বিতীয় ম্যাচে সালাহ ফিরলেও জেতাতে পারেননি দলকে। মিসর স্বাগতিক রাশিয়ার কাছে হেরে গেছে ৩-১ গোলে।

মিসরের পক্ষে স্বান্তনাসূচক একমাত্র গোলটিও পেনাল্টি থেকে সালাহই করেন। আর এতেই কার্যতভাবে বিশ্বকাপ শেষ হয়ে গেছে সালাহর মিসরের। তবে সালাহর ইনজুরিকেই মিসরের ভরাডুবির পেছনে একমাত্র কারণ হিসেবে দেখছেন না মিসর কোচ হেক্টর কুপার।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কুপার বলেন, ‘দলে সালাহর গুরুত্ব নিয়ে কেউই তর্ক করতে পারবে না এবং আমরা সবাই তার ইনজুরি নিয়ে চিন্তিত ছিলাম। তাকে দলের অনুশীলন ক্যাম্পগুলোতে পেলে আরো ভালো লাগতো। কিন্তু আমরা এটি করতে পারিনি কারণ আমরা তার ফিট হওয়াকেই বেশি প্রাধান্য দিয়েছি।’

Advertisement

এসময় মিসরের কোচ জানান সালাহর পক্ষে একা সবকিছু করা সম্ভব নয় আসলে। তার সাথে আরও কয়েকজন খেলোয়াড় ভাল করলেই সফল হতো মিসর, এমনটাই মনে করেন কুপার। তিনি বলেন, ‘এটা বলা কঠিন যদি সে সম্পূর্ণ ফিট ও তার সেরা ফর্মে থাকতো তাহলে কি হতো। কিন্তু আমি সবসময়ই বলি একজন ভালো খেলোয়াড়ের পেছনে আরো দুই তিনজন দারুণ খেলোয়াড় প্রয়োজন দল হিসেবে ভালো করার জন্য।’

এছাড়া গতকালের ম্যাচ নিয়ে কুপার বলেন, ‘আমরা একটি ভালো প্রথমার্ধ্ব কাটিয়েছিলাম কিন্তু তারপরই আমরা বাজে ১০-১৫ মিনিট কাটাই। এবং এ কারণেই আমরা হেরেছি। আমরা ভালো ডিফেন্ড করতে পারিনি।’

তিনি আরও যোগ করেন, ‘আমি মনে করি না আমাদের হজম করা গোলগুলো অমনযোগীতার ফসল। বিশ্বকাপের মত জায়গায় খেলার সময় কেউই অমনযোগী হতে পারে না। মাঝেমাঝে ভুল হয়।‘

ডিকেটি/এসএএস/জেআইএম

Advertisement