রতন একটি অফিসে চাকরি করেন। হঠাৎ অনেক টাকা পেয়ে তার স্বাভাবিক চালচলনে বেশ পরিবর্তন আসে। যে কারণে তার কাছের মানুষগুলো একে একে তার কাছ থেকে দূরে চলে যায়। তার স্ত্রী কলিও এ নিয়ে অনেক বিরক্ত হয়। একসময় রতন উপলব্ধি করতে পারে, টাকাটাই সব নয়।
Advertisement
বরং যে মাসে টাকা ছিল না সে মাসেই তার সুখ ছিল। তাই যার টাকা তাকে ফেরত দিতে যায় রতন।এমনই গল্প নিয়ে নাটক নির্মাণ করেছেন জাহিদ হাসান। নাটকটির নাম ‘যে মেসে সুখ থাকে’। নাটকটি রচনা করেছেন মেহরাব জাহিদ। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোনালিসা ও জাহিদ হাসান।
নাটকটি প্রসঙ্গে মোনালিসা বলেন, ‘প্রায় দুই বছর পরে অভিনয়ে ফিরলাম। এবার ঈদে যে কয়টি নাটকে অভিনয় করেছি। তার মধ্যে অন্যতম এ নাটকটি। গল্পটি অনেক মজার ছিল। আমার বিশ্বাস দর্শকরা বেস ইনজয় করবেন নাটকটি দেখে।’
নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটি প্রচার হবে ঈদের ৫ম দিন রাত ৮টা ৩৫ মিনিটে।
Advertisement
এমএবি/এলএ/পিআর