সংবাদপত্রে প্রকাশিত চাকরির খবর নিয়ে জাগো নিউজের প্রতিদিনের আয়োজন আজকের চাকরি।প্রতিষ্ঠানের নাম : আফতাব ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড পদের নাম : এজিএমযোগ্যতা ও অভিজ্ঞতা : বিএসসি ইঞ্জিনিয়ারিং (কেমিক্যাল)। মিশ্র সার উৎপাদন, মান নিয়ন্ত্রণ, কারখানার মেশিনারিজ রক্ষণাবেক্ষণসহ নতুন কেমিক্যাল প্রোডাক্টস উৎপাদন, আমদানি ও বাজারজাতকরণ কাজে ১০-১২ বৎসরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। আবেদনের ঠিকানা : আফতাব ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড, ৯০ মতিঝিল বা/এ, (৬ষ্ঠ তলা), ঢাকা ১০০০আবেদনের শেষ তারিখ : ১১ আগস্ট ২০১৫ সূত্র : ইত্তেফাক, ২ আগস্ট ২০১৫ প্রতিষ্ঠানের নাম : কনকর্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড পদের নাম : রিজিওনাল সেল্স ম্যানেজার/জোনাল সেল্স ম্যানেজার শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম গ্র্যাজুয়েটঅভিজ্ঞতা : ন্যূনতম ১০ বছর (রিজিওনাল ম্যানেজার হিসেবে কমপক্ষে ০২ বছরের অভিজ্ঞতা) পদের নাম : সিনিয়র এক্সিকিউটিভ (পিডি)শিক্ষাগত যোগ্যতা : এম ফার্মঅভিজ্ঞতা : ন্যূনতম ৩ থেকে ৪ বছর যে কোন স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরির অভিজ্ঞতা সম্পন্ন। পদের নাম : এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ (ওয়ারহাউজ)শিক্ষাগত যোগ্যতা : এম ফার্ম/এমএসসি/গ্র্যাজুয়েট (এইচএসসি বিজ্ঞানসহ)অভিজ্ঞতা : ন্যূনতম ৩ থেকে ৪ বছর যে কোন স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকুরির অভিজ্ঞতা সম্পন্ন। পদের নাম : মার্কেট সার্ভে অফিসার শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি/গ্র্যাজুয়েটঅভিজ্ঞতা : ন্যূনতম ১ থেকে ২ বছর যে কোন স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকুরির অভিজ্ঞতা সম্পন্ন। পদের নাম : বিস্টার অপারেটর শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/এইচএসসিঅভিজ্ঞতা : ন্যূনতম ৪ থেকে ৫ বছর যে কোন স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকুরির অভিজ্ঞতা সম্পন্ন। আবেদনের ঠিকানা : এইচআর অ্যান্ড অ্যাডমিন, কনকর্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ব্লোসম (১২ তলা), বাড়ি নং-০৩ (নতুন)-৩৯০ (পুরাতন), রোড- ১৬ (নতুন)-২৭ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা-১২০৯ আবেদনের শেষ তারিখ : ০৬ আগস্ট প্রতিষ্ঠানের নাম : পলাশ চৌধুরী গ্রুপ অব কোম্পানিজ লিমিটেড পদের নাম : সিভিল অফিসার পদ সংখ্যা : ৩ জন বয়স : ২৫-৩৫ বছর শিক্ষাগত যোগ্যতা : যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যলয়/প্রতিষ্ঠান হতে সিভিল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি/ডিপ্লোমাধারী। অবকাঠামোর নকশা, পরিকল্পনা, বাজেট তৈরি ও নির্মাণ কাজে তদারকিসহ ৫/৮ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। অটো-ক্যাড, এক্সেল ও ইংরেজি ভাষায় দক্ষ প্রার্থীকে অগ্রধিকার দেওয়া হবে। পদের নাম : মার্কেটিং এক্সিকিউটিভ পদ সংখ্যা : ২০ জন বয়স : ২১-৩০ বছর শিক্ষাগত যোগ্যতা : মার্কেটিং এ স্নাতক বা সমমান। বোতলজাত পানি, হাসপাতাল বেড ও সিসিটিভি ক্যামেরাসহ হাসপাতাল সংশ্লিষ্ট অন্যান্য পণ্য মার্কেটিং কাজে কমপক্ষে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। স্মার্ট ও আকর্ষণীয় ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। অধিক যোগ্যতা সম্পন্ন ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। পদের নাম : বিএস টু এমডি কাম ফন্টডেস্ক এক্সিকিউটিভ (পুরুষ/মহিলা) পদ সংখ্যা : ২ জন বয়স : ২০-৩০ বছর শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম স্নাতক বা সমমান। উক্ত কাজে কমপক্ষে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। প্রার্থীকে কম্পিউটার অপারেট ও ইন্টারনেট ব্রাউজি এ অভিজ্ঞতাসহ ইংরেজি ভাষা পারদর্শী থাকতে হবে। স্মার্ট ও আকর্ষণীয় ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। পদের নাম : গ্রাফিকস ডিজাইনার পদ সংখ্যা : ৪ জন বয়স : ২০-৩০ বছর শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম স্নাতক বা সমমান। কোম্পানির সকল ধরনের লোগো প্যাড ভিজিটিং কার্ড ব্রুশিয়ার, লিফলেট, খাম ডিজাইন ও মুদ্রণ সংশ্লিষ্ট সকল কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। গ্রাফিকস ডিজাইন, ফটোশপ, ইলাস্ট্রেটর এর উপর অভিজ্ঞ প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। পদের নাম : ড্রাইভার পদ সংখ্যা : ৪ জন বয়স : ২৫-৪০ বছর শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান। ভারী বা হালকা যানবাহনের ড্রাইভার হিসেবে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। আবেদনের ঠিকানা : পলাশ চৌধুরী গ্রুপ অব কোম্পানিজ লিমিটেড, ম্যানেজার (এইচ আর) স্যুইট ই-১ ও ই-২ (৪র্থ তলা), নুরজাহান টাওয়ার, লিংক রোড, বাংলা মটর, ঢাকা। আবেদনের শেষ তারিখ : ১৩ আগস্ট ২০১৫ সূত্র : প্রথম আলো, ২ আগস্ট ২০১৫ প্রতিষ্ঠানের নাম : ঠাকুরগাঁও স্বাস্থ্যসেবা হাসপাতালপদের নাম : চিকিৎসকবিভাগ : কনসালট্যান্ট/সিরিয়র মেডিকেল অফিসার/মেডিকেল অফিসার যোগ্যতা : এমবিবিএস বা সমানের ডিগ্রি। সিনিয়র মেডিকেল অফিসারের ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে অভিজ্ঞতা ; কনসালট্যান্টদের ক্ষেত্রে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা বা ডিগ্রি। বেতন : আলোচনা সাপেক্ষেপদের নাম : স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা যোগ্যতা : ফুড অ্যান্ড নিউট্রিশন/হোম ইকোনমিকসে ৪ বছরের বিশ্ববিদ্যালয় ভিত্তিক ডিগ্রিবেতন : প্রতি মাসে ১৩,০০০-২০,০০০ টাকাপদের নাম : স্টাফ নার্স যোগ্যতা : নার্সিং ও মিডওয়াইফারিতে ডিপ্লোমা বা ডিগ্রি ও এ বিষয়ে বাস্তব অভিজ্ঞতাবেতন : প্রতি মাসে ৯,০০০-১৫,০০০ টাকাপদের নাম : লোকাল এরিয়া নেটওয়ার্ক (ল্যান) সহকারীযোগ্যতা : এইচএসসি বা সমমানের ডিগ্রি ও এই বিষয়ে বাস্তব অভিজ্ঞতা বেতন : প্রতি মাসে ৮,০০০-১২,০০০ টাকাআবেদনের ঠিকানা : নির্বাহী পরিচালক, এইচসিডিপি, ১২৫/১, দারুস সালাম, মিরপুর, ঢাকা-১২১৬আবেদনের শেষ তারিখ : ১৩ আগস্ট ২০১৫ সূত্র : প্রথম আলো, ২ আগস্ট ২০১৫ প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ ব্যাংক পদের নাম : মহাব্যবস্থাপক শিক্ষাগত যোগ্যতা : বাংলাদেশের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স/এমবিএ বা সমমানের ডিগি। শিক্ষা জীবনে কমপক্ষে ০২টি প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নহে। বয়স : সর্বনিম্ন ৫৫ বছর এবং সর্বোচ্চ ৬০ বছর অভিজ্ঞতা : সরকারি/বেসকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান/সংস্থায় কমপক্ষে ২৫ বছরের বাস্তব অভিজ্ঞতা। বেতন : ২ লাখ টাকা আবেদনের ঠিকানা : মহাব্যববস্থাপক, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-০১, বাংলাদেশ ব্যাংক,প্রধান কার্যালয়, ঢাকা-১০০০ ই-মেইল ঠিকানা : farah.naser@bb.org.bdআবেদনের শেষ তারিখ : ২০ আগস্ট ২০১৫ সূত্র : কালের কণ্ঠ, ২ আগস্ট ২০১৫ এসএইচএস/পিআর
Advertisement