খেলাধুলা

ঢাকা আসছেন শচিন

অবসন নেওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচিন টেন্ডুলকার। আগামী ১৪ অক্টোবর ঢাকায় আসার কথা তার। শচিন ঢাকায় আসবেন কোনো ক্রিকেট ম্যাচ খেলতে নয়, বাংলাদেশী ক্রিকেট দল গাজী ট্যাঙ্কের নতুন নাম ‘লিজেন্ডস অব রূপগঞ্জ’ও লোগো উন্মোচন করতে। দলের মালিক লুৎফর রহমান বাদলের ব্যক্তিগত আমন্ত্রণেই ঢাকা আসছেন শচিন। বুধবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন লুৎফর রহমান বাদল।ঢাকা প্রিমিয়ার লিগের দল গাজী ট্যাংকের নাম পরিবর্তনের জন্য গত বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন করেছিলেন দলটির মালিক লুৎফর রহমান বাদল। নতুন নাম হিসেবে বেছে নিয়েছেন ‘লিজেন্ডস অব রূপগঞ্জ’নামটিকে। এই আবদনের প্রেক্ষিতে বোর্ড পরিচালকদের সবার সর্বসম্মতিক্রমে মঙ্গলবার গাজী ট্যাংকের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে বিসিবি। আসন্ন প্রিমিয়ার লিগ ক্রিকেটে তাই গাজী ট্যাংক নাম বদলিয়ে ‘লিজেন্ডস অব রূপগঞ্জ’নামে অংশ নিবে। আগামী ১৪ অক্টোবর দলটির নতুন নাম ও লোগো আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হবে। আর এই কারণেই লুৎফর রহমান বাদলের ব্যক্তিগত অনুরোধে ঢাকায় আসছেন শচিন। ‘লিজেন্ডস অব রূপগঞ্জ’এর নাম ও লোগো উন্মোচন করবেন তিনি।

Advertisement